জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডপ্রাপ্ত সংগঠন বি রিলেটেড টু অডিও ভিজ্যুয়াল এডুকেশন (ব্রেইভ)-এর উদ্যোগে আয়োজন করা হয়েছে ২ দিনব্যাপি চলচ্চিত্র প্রদর্শনী। প্রদর্শনী উপলক্ষে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে তৌকির আহমেদ নির্মিত ‘ফাগুন হাওয়ায়’ চলচ্চিত্রটি প্রদর্শন করা হবে।
চলচ্চিত্র প্রদর্শনীতে যোগ দিতে আজ সোমবার(২৯ এপ্রিল) চাঁদপুর আসছেন অভিনেতা ও নির্মাতা তৌকির আহমেদ। দর্শকদের সিনেমা হলমুখী করার পাশাপাশি ভালো সিনেমা দেখতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
এ প্রসঙ্গে সংগঠনের প্রতিষ্ঠাতা ও চাঁদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক রূপক রায় বলেন, একটি ভালো সিনেমা দেশের সংস্কৃতির জন্য একটি বিশেষ সংযোজন। সিনেমা হলে গিয়েই দেখতে হয়। বর্তমানে কেউ সিনেমা হলে যেতে চায় না।
এটি আমাদের দুর্ভাগ্য যে, আমরা সিনেমা হল বিচ্যুত। সিনেমা হলগুলো বিলুপ্ত হয়ে যাওয়ায় এবং ছোট শহরের সিনেমা হলগুলো অবকাঠামোগত দিক থেকে পিছিয়ে থাকায় এখন আর সিনেমা প্রদর্শনের গ্রহণযোগ্য সুযোগ নেই। এজন্য সংগঠনটি বিকল্প প্রদর্শনীর আয়োজনের মাধ্যমে সিনেমাপ্রেমী দর্শকদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে।
‘ফাগুন হাওয়ায়’ চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনী হবে আজ ২৯ এপ্রিল বেলা ২টায়। এরপর বিকাল চারটা ত্রিশ মিনিটে এবং সন্ধ্যা সাতটায় আরো দুটো প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭টায় নির্মাতা তৌকির আহমেদ জেলা শিল্পকলা একাডেমিতে সিনেমাপ্রেমী দর্শক ও সুধীজনদের সাথে মতবিনিময় করবেন। চলচ্চিত্র প্রদর্শনীর টিকেট প্রদর্শনীর পূর্বে হল কাউন্টারে পাওয়া যাবে।
বিনোদন ডেস্ক
২৯ এপ্রিল ২০১৯