Home / খেলাধুলা / বিশ্বকাপের মাঠে নামার আগে টাইগার একাদশ নিয়ে কিছু প্রশ্ন
tiger-asia-cup
ফাইল ছবি

বিশ্বকাপের মাঠে নামার আগে টাইগার একাদশ নিয়ে কিছু প্রশ্ন

২ জুন রবিবার বিকেল সাড়ে তিনটায় বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে বিশ্বকাপ মিশন। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে প্রথম ট্রফি জেতার পর ইংল্যান্ডে প্রস্তুতি ম্যাচে ভালো খেলেছেন প্রায় সব খেলোয়াড়। তাই বিশ্বকাপ দলের যায়গা নিয়েও এখনো চলছে জল্পনা কল্পনা। কার হাতে নতুন বল তুলে দেবে টাইগার ক্যাপ্টেন ম্যাশ? সাত নাম্বারে খলবেন কে, সাব্বির না মোসাদ্দেক? রুবেল নাকি সাইফউদ্দিন? লিটনের যায়গা মিলবে কি একাদশে?

এমন বেশ কিছু প্রশ্নের সঠিক সমাধান খুজে ১৫ জন থেকে মূল একাদশ ঠিক করতে হবে নির্বাচকদের। তাই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, কোচ স্টিভ রোডস, নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুসহ পুরো টিম ম্যানেজমেন্টেরই বেগ পেতে হবে।

খেলার শুরুটা অনেক সময় ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। শুরুর ভালোটা বেশিরভাগ সময় জয়ের বন্দরে পৌছায় দলকে। তবে সেই ভালো শুরুর জন্য নতুন বলে খুব একটা আশাজাগানিয়া পারফরম্যান্সে নেই বাংলাদেশের কোন পেসারের। তাই কার হাতে তুলে দেওয়া হবে নতুন বল সেটি সিদ্ধান্ত নিতে হবে টাইগার ক্যাপ্টেন মাশরাফিকে।

যদিও বেশির ভাগ সময় মাশরাফি শুরুতে বল করতে দেখা যায়। ক্যাপ্টেনকে সঙ্গ দেন মুস্তাফিজ নয়তো সাইফউদ্দিন। আবু জায়েদ রাহিকে দিয়ে কয়েকবার বোলিং শুরু হয়েছে ঠিকই তবে আশা জাগানিয়া সফলতা আসেনি। মাঝে মাঝে সাকিব অথবা মিরাজকে ম্যাচ শুরু করেত দেখা যায়। টাইগারদের পজিশন বেশ অনিয়মিত। মূল আসর শুরুর আগেই ঠিক করতে হবে, কার কার হাতে তুলে দেয়া হবে নতুন বোলিংয়ের ভার!

ক্যাপ্টেন থেকে নির্বাচক সবার অন্য একটি ভাবনার কারণ হতে পারে সাত নাম্বারে খেলার জন্য কাকে দলে রাখা হবে। সাব্বির নাকি মোসাদ্দেক। সাব্বিরেরর নিউজিল্যান্ড সফর আর ত্রিদেশীয় সিরিজে মোসাদ্দেকের পারফরম্যান্স সেই ভাবনা আরো বাড়িয়ে দিয়েছে।দুজনই আবার দলের প্রয়োজনে হাত ঘুরাতে দেখা যায়। এদিকে রুবেল হোসেনের ডেথ ওভারে ভাল বোলিং আর সাইফউদ্দিনের মিডিয়াম পেসের সাথে ব্যাট হাতে ঝড়। দুইয়ের মধ্যে বলা মুশকিল কাকে বেচে নেওয়া হবে। আর মূল একাদশে মেহেদী হাসান মিরাজ জায়গা পেলে সাইফউদ্দিন ও রুবেলের যেকোনো একজনকে হয়তো দেখা যাবে মাঠে।

এদিকে লিটনের দাসের দলে থাকা নিয়েও রয়েছে আশঙ্কা। ত্রিদেশীয় সিরিজে মাত্র এক ম্যাচ খেলার সুযোগ পান লিটন দাস। সেখানে ফিফটি করেছেন। পরে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও করেন ৭৩ রান। তাই এই উইকেটকিপার-ব্যাটসম্যানকে নিয়েও ভাবতে হবে। নির্বাচকদের ভাবনায় আছেন লিটন। তবে সেটা তামিম-সৌম্যের বিকল্প হিসেবে। নতুন বলে ভালো ব্যাটসম্যান হওয়া সত্ত্বেও তিনে খেলানো যাচ্ছে না তাকে। কারণ সেখানে খেলতে মরিয়া সাকিব আল হাসান।

সঙ্গে পারফরম্যান্সও করে চলেছেন টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার। ব্যাটিংয়ে চারে মুশফিকুর রহিম, পাঁচে মোহাম্মদ মিথুন, ছয়ে মাহমুদউল্লাহ রিয়াদ খেলায় একমাত্র সাতেই সুযোগ মিলতে পারে লিটনের। কারণে এই একটা জায়গাতেই মোসাদ্দেক-সাব্বিরকে নিয়ে খানিকটা দ্বিতীয় ভাবনা থাকলেও থাকতে পারে নির্বাচকদের।

বার্তা কক্ষ
৩১ মে ২০১৯