প্রবাস

কলকাতায় চাঁদপুরের দু’জনসহ দেশের তিন কবি ও লেখককে সংবর্ধনা

কলকাতার কবিতা ও কবিতা বিষয়ক গবেষণা কেন্দ্র ‘চারুকণ্ঠ’ এর আয়োজনে সংবর্ধনা পেলেন, চাঁদপুরের দু’জনসহ বাংলাদশের তিন তরুণ কবি ও লেখক ফারুব সুমন, মাইনুল ইসলাম মানিক এবং আশিক বিন রহিম।

২৩ অক্টোবর বুধবার সন্ধ্যায় কলকাতায় শ্রী শরৎচন্দ্রের বাসভবনে তাঁদের এই সংবর্ধনা জানানো হয়। এ উপলক্ষ্যে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিতা পাঠের আসর।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জোড়াসাঁকো চলমান সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা কবি ও সাংবাদিক বরুণ চক্রবর্তী। অনুষ্ঠানে ‘চারুকণ্ঠ’র পক্ষ থেকে কবি ও লেখক ফারুক সুমন, চাঁদপুরের মাইনুল ইসলাম মানিক এবং চাঁদপুর টাইমসের যুগ্ম বার্তা সম্পাদক আশিক বিন রহিমকে উত্তরীয় পরিয়ে দেন।

সংবর্ধিত লেখকদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন কেশব চন্দ্র রায়। বাচিকশিল্পী মৌমিতা চৌধুরীর প্রাণবন্ত উপস্থাপনায় এসময় কবি সন্ধীপন ধরসহ কলকাতার কবি, লেখক, শিল্পী ও সুধিজন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সংবর্ধিত এই তিন কবি ও লেখক সম্প্রতি ভারতের দিল্লিতে অনুষ্ঠিত সার্ক সাহিত্য সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের সাথে অংশ নিয়েছেন।

করেসপন্ডেন্ট, ২৩ অক্টোবর ২০১৯

Share