চাঁদপুরের মতলব দক্ষিণে একই পরিবারের ৩ শিশু বিষপান করার খবর পাওয়া গেছে। রোববার (১৬ ডিসেম্বর) সকালে ফেরিঘাট এলাকার নবকলস গ্রামে এ ঘটনা ঘটে।
আহত শিশুরা হলেন নবকলস গ্রামের মাসুদুর রহমানের শিশুপুত্র পাঁচ বছর বয়সী মুস্তাকিন, আট বছর বয়সী আনাস ও তিন বছর বয়সী ওমায়ের। এদের মধ্যে ছোট শিশু ওমায়ারের অবস্থা বেশি আশংকাজনক বলে হাসপাতালের ডিউটিরত চিকিৎসক জানিয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার সকাল বেলা ওই তিন শিশুর দাদা তেলাপোকা মারার কীটনাশক জাতীয় ঔষধ পানির সাথে মিশিয়ে একটি বোতলে করে ঘরে রাখেন। এদিকে পরিবারের অজান্তেই ওই তিন শিশু খেলাধুলা করতে গিয়ে ওই কীটনাশক সামনে পেয়ে পর্যায়ক্রমে এক এক করে তা পান করে।
বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে তাদেরকে উদ্ধার করে সেখান থেকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসকরা তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় প্রেরণ করা হয়েছে। ’
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার মোহাম্মদ নূরে আলম চাঁদপুর টাইমসকে বলেন,‘ওই তিন শিশুকে কীটনাশক পান করার পর হাসপাতালে নিয়ে আসলে আমরা ওয়াশ করে তাদের তৃতীয় তলায় শিশু ওয়ার্ডে ভর্তি দিয়েছি। সেখানে হয়তো শিশু বিশেষজ্ঞ ডাক্তাররা তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা অথবা কুমিল্লা হাসপাতালে প্রেরণ করেন।’
প্রতিবেদক : কবির হোসেন মিজি
১৬ ডিসেম্বর , ২০১৮ রোববার