চাঁদপুর হাজীগঞ্জ বাজারের একটি মার্কেটে চুরি হওয়ার ঘটনায় সিসি ক্যামরার ফুটেজ দেখে দুই চোর ও চোরাই মাল ক্রয়ের অপরাধে ৪ জন আটক করা হয়েছে।
ঘটনার আলোকে জানা যায়, হাজীগঞ্জ বাজারের তরকারি পট্রির হায়দার মুন্সী মার্কেটে ক্ষুদ্র ব্যবসায়ী যোদ্ধা দাসের ঘরে গত বৃহস্পতিবার রাতে চুরি হয়। পরে সিসি ক্যামরার ফুটেজ দেখে দুই চোরকে চিনতে পারে ব্যবসায়ীরা। হাজীগঞ্জ থানার পুলিশকে ফুটেজসহ ঠিকানা দিলে তাদেরকে তাৎক্ষনিক আটক করা হয়।
এ সময় মার্কেটের ভিতরে ডুকে দোকানের ঝাপ ভেঙ্গে নগদ এক লক্ষ টাকা, ৯ আনি স্বর্ণ ও কিছু রুপা এবং মাছের থালাসহ বিভিন্ন মালামাল চুরি করে দুই যুবক।
মার্কেটের ভিতরের সিসি ক্যামরা দেখে পুলিশ উপজেলার নোয়াদ্ধা গ্রামের তাজু মিয়ার ছেলে শরিফ ও একই গ্রামের সাজু মিয়ার ছেলে সুজন।
পুলিশের কাছে স্বীকারক্তি অনুযায়ী চোরা স্বর্ণ ক্রয় করার অপরাধে স্বর্ণকার রঞ্জিত ও টোরাগড় গ্রামের এক ভাংচুর ব্যবসায়ীকে আটক করে পুলিশ। বর্তমানে এ চারজন চাঁদপুর জেলাখানায় রয়েছেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী যোদ্ধা দাস বলেন, আমি মার্কেটের মাছের আড়ৎএ গত ২০ বছর ধরে রাত্রি যাপন করে আসছি। আমার জমানো নগদ এক লক্ষ টাকাসহ মালামালগুলো ফেরত চাই। তা না হলে আমার বউ বাচ্চা নিয়ে আমি ভিক্ষা করতে হবে।
হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) আ. রশিদ বলেন, এই চোরদের মাধ্যমে আমরা আরো কিছু চোরের সন্ধান পেয়েছি। ঈদকে সামনে রেখে চুরি চিনতাই বাড়তে পারে। তাই ইতিমধ্যে টোরাগড় গ্রামের হাছান নামের এক চোরকে আটক করেছি বাকীরাও নজরদারীতে রয়েছে।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়
২২ মে ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur