রাজনীতি

‘হাজীগঞ্জ-শাহরাস্তিতে মেজর রফিকের বিকল্প নেই’

আগামি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হাজীগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশ বুধবার (৪ অক্টোবর ) বিকালে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদ কার্যালয়ের মাঠে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো.মাইনুদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে গাজী মো.মাইনুদ্দিন বলেন, ‘বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। মেজর অব.রফিকুল ইসলামের মনোনয়ন চূড়ান্ত হয়ে আছে। প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা নির্দেশে এবং হাজীগঞ্জ-শাহারাস্তিবাসীর উন্নয়নে তিনি কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও করে যাবেন।’

সদর ইউনিয়নের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন,‘ উন্নয়নের ধারাবাহিকতা এবং উন্নত বাংলাদেশের স্বপ্ন পূরণে নৌকার বিকল্প নেই। আগামি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমকে নির্বাচিত করতে হবে। কারণ হাজীগঞ্জ-শাহরাস্তির উন্নয়নে মেজর রফিকের বিকল্প নেই।’

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রোটা.আলী আশ্রাফ দুলালের সভাপতিত্বে আয়োজিত কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আনোয়ারুল হক হেলাল ও আলহাজ্ব মো. সেলিম, কোষাধ্যক্ষ আলহাজ্ব আসফাকুল আলম চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ সফিকুল ইসলাম মীর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু তালেব লিটন।

ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ম-আহবায়ক জাকির হোসেন সোহেল, যুবলীগ নেতা নাহিদুল ইসলাম সোহেল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু ইউসুফ মোহনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহতাব হোসেন সবুজের সঞ্চালনায় কর্মী সভায় স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক রেজাউল করিম মিন্ট, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন মাস্টার,মির্জা কামাল,ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি মির্জা শিউলি পারভীন মিলি, ইউনিয়ন যুবলীগের সভাপতি ওমর ফারুক খাঁন,সাধারণ সম্পাদক ইউছুফ প্রধানীয়া সুমন, যুবলীগ সভাপতি মো.মনির হোসেন, সাধারণ সম্পাদক শাহীন মুন্সী,ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মো.আল আমিন বেপারী প্রমুখ।

প্রতিবেদক : জহিরুল ইসলাম জয়
৪ অক্টোবর ২০১৮, বৃহস্পতিবার
এজি

Share