চাঁদপুরের কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়ন ভূমি অফিসে চুরি সংঘঠিত হয়েছে। সোমবার ভোর রাতে মাঝিগাছা বাজারে অবস্থিত ওই ইউনিয়ন ভূমি অফিসে দক্ষিন পার্শ্বের গ্রীল কৌশলে ভেঙ্গে একদল অজ্ঞাত সংঘবদ্ধ চোর অফিসে প্রবেশ করে দুটি মূল্যবান ল্যাপটপ, নগদ ৫ হাজার টাকা নিয়ে যায়।
পরের দিন সকালে খবর পেয়ে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন বিষয়টি এসিল্যান্ট একি মিত্র চাকমাকে জানালে তিনি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।
ইউনিয়ন ভূমি অফিসের সহায়ক মো: সফিউল্যাহ জানান, অফিসিয়াল কাজে আমি রবিবার রাতে অফিসে রাত্রিযাপন করি। সকালে ঘুম থেকে উঠে চুরির এ দৃশ্য ও কাগজপত্র এলোমেলো দেখতে পেয়ে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন মহোদয়কে মোবাইলে ঘটনা জানাই।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কচুয়া থানা অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
প্রতিবেদক : জিসান আহমেদ নান্নু, ১৬ সেপ্টেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur