‘বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা প্রশংসনীয়’: এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো.তাজুল ইসলাম বলেছেন, ‘স্থানীয়ভাবে স্বচ্ছ প্রক্রিয়ায় কম খরচে,সহজে এবং স্বল্প-সময়ে বিরোধ নিষ্পত্তি করতে গ্রাম আদালতের ভূমিকা প্রশংসনীয়।’দেশের প্রচলিত বিচার ব্যবস্থা জনসংখ্যার তুলনায় অপর্যাপ্ত-এ কথা উল্লেখ করে এলজিআরডি মন্ত্রী বলেন,‘এ শূন্যতা পূরণে গ্রামে ছোটখাট বিরোধগুলো মিটিয়ে ফেলতে গ্রাম আদালত কার্যকরি ভূমিকা রাখছে।’

১০ এপ্রিল রাজধানীর ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে স্থানীয় সরকার বিভাগের ‘বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের পর্যালোচনা এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন।

এ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব এস এম গোলাম ফারুক,বাংলাদেশে ইউএনডিপির ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জী এবং ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন টু বাংলাদেশ’র টিম লিডার অড্রে মেলট।

উল্লেখ্য,প্রকল্প এলাকাভুক্ত ২৭টি জেলার ১২৮টি উপজেলার ১ হাজার ৮০টি ইউনিয়নে প্রকল্পের কার্যক্রমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ সংশ্লিষ্ট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এবং উপ-পরিচালক,স্থানীয় সরকারগণের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে গ্রাম আদালত কার্যকরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বার্তা কক্ষ
১২ এপ্রিল, ২০১৯

Share