Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / বঙ্গবন্ধুর আদর্শে সংগঠন শক্তিশালী করুন : এম পি নূরুল আমিন
বঙ্গবন্ধুর আদর্শে সংগঠন শক্তিশালী করুন : এম পি নূরুল আমিন

বঙ্গবন্ধুর আদর্শে সংগঠন শক্তিশালী করুন : এম পি নূরুল আমিন

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. মো. নুরুল আমিন রুহুল বলেছেন ,‘ যার জন্ম না হলে লাল সবুজের পতাকা পেতাম না। যার জন্ম না হলে স্বাধীনভাবে আজ আমরা কথা বলতে পারতাম না। তিনি হলেন হাজার বছরেরশ্রেষ্ঠ বাঙালী, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’

মতলব দক্ষিণ উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে জাতির পিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১৬ আগস্ট বেলা ১১টায় মতলবগঞ্জ জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

তিনি আরো বলেন ,‘ বঙ্গুবন্ধুর আদর্শকে বুকে ধারণ ও লালন করে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করতে হবে। অতীতের স্বার্থবাদী রাজনীতি ভুলে গিয়ে শেখ হাসিনার নির্দেশ মোতাবেক দলের জন্য কাজ করবেন সবাই। কোনো ষড়যন্ত্রই আপনাদের পিছু হটাতে পারবেনা। আপনারা যে যেখানে মূল্যায়িত হবার ঠিক সেখানেই মূল্যায়িত হবেন।’

উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ.এইচ.এম.গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বি.এইচ এম. কবির আহমেদ ও যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক-বিন-জামানের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটোয়ারী দুলাল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মুবিন সুজন, পৌরসভার কাইন্সিলর ও আ.লীগ নেতা ইকবাল পাটোয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এড. মো.শাহআলম, উপাদী দক্ষিণ ইউনিয়ন আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো.গোলাম মোস্তফা, খাদেরগাঁও ইউনিয়ন আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সৈয়দ মো. মঞ্জুর হোসেন রিপন, প্রধানশিক্ষক মো.শহীদ উল্যাহ প্রধান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আ.লীগ নেত্রী ফেরদৌসী বেগম রুনু, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম সরকার, উপজেলা যুবলীগের আহবায়ক মো. জহির সরকার।

আলোচনা শেষে মিলাদ শরীফ ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদজামে মসজিদের খতিব মুফতি মাওমোর্শেদ আলম সিরাজী। উক্ত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণতহবিল থেকে চিকিৎসার জন্য ৮ জনকে পৃথক পৃথক চেক (পাঁচ লাখ টাক) প্রদান করেন এড.মো.নুরুল আমিন রুহুল এমপি।

মাহফুজ মল্লিক
১৭ আগস্ট ২০১৯