চাঁদপুর

উচ্চ আদালতে চাঁদপুর আল আমিন একাডেমীর এডহক কমিটি বাতিল

কুমিল্লা বোর্ড কর্তৃক চাঁদপুর আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ এর গর্ভনিং বডি বাতিলের বিরুদ্ধে হাইকোর্টের স্থগিতাদেশ বহাল রেখেছে আপিল বিভাগ।

নবগঠিত এডহক কমিটির দায়েরকৃত লিভটু আপিল রোববার (২৮ এপ্রিল) প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্নাঙ্গ বেঞ্চ লিভটু আপিল খারিজ করেছেন। ফলে একাডেমীর এডহক কমিটির কার্যকারিতা বাতিল হয়েছে।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, একাডেমীর অনুমোদিত গভনিং বডির মেয়াদ থাকা অবস্থায় কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরির্দশক চলতি বছরের ১২ মার্চ প্রতিষ্ঠানটির গর্ভনিং বডি বাতিলের চিঠি ইস্যু করেন।

পরে প্রতিষ্ঠানটির ট্রাস্টি বোর্ড আল আমিন সোসাইটি চেয়ারম্যান ও গভর্নিং বডির সভাপতি প্রফেসর আব্দুল্লাহর রিট পিটিশনের প্রেক্ষিতে গত ২১ মার্চ শুনানিতে হাইকোর্ট রুল ইস্যুপূর্বক কুমিল্লা শিক্ষা বোর্ডের দেয়া চিঠিটির কার্যকারিতা স্থগিত করে।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, অনুমোদিত গভর্নিং বডির মেয়াদ থাকা অবস্থায় কুমিল্লা শিক্ষাবোর্ড গত ২৫ ফেব্রুয়ারি একাডেমীর গভর্নিং বডি কেন বাতিল করা হবে না এ মর্মে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়।

যদিও কুমিল্লা বোড গভর্নিং বডি প্রবিধান মালা ২০০৯ এর ৯ প্রবিধান অনুযায়ী ২ বছরের জন্যে ৪৯ প্রবিধান অনুযায়ী সভাপতি মনোনয়নসহ প্রতিষ্ঠানটির গভর্নিং বডি অনুমোদন দেয়।

চিঠি পেয়ে একাডেমীর গভর্নিং বডির সভাপতি কারণ দর্শানোর জবাবের জন্য বিধি মোতাবেক সময়ের আবেদন করলে শিক্ষা বোর্ড ১২ মার্চ পযর্ন্ত সময় দেন। পরবর্তীতে গত ১১ মার্চ কারণ দর্শানোর জবাব বোর্ডে দাখিল করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

কিন্তু শিক্ষা বোর্ড জবাব পেয়েও ১২ মার্চ একাডেমীর অধ্যক্ষ বরাবর গভর্নিং বডি বাতিলের চিঠি ইস্যু করেন এবং ৭ কর্মদিবসের মধ্যে এডহক কমিটির প্রস্তাব দাখিলের অনুরোধ করেন।

এদিকে ৭ কার্যদিবস শেষ হওয়া আগেই কুমিল্লা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ জহিরুল ইসলাম পাটোয়ারীর গত ১৮ মার্চ স্বাক্ষরিত ক.প/কমিটি/চাঁদ/৯৪৭ নং স্মারকে চার সদস্য বিশিষ্ট এডহক (অস্থায়ী) কমিটি অনুমোদনের বিষয়টি কলেজ অধ্যক্ষকে জানিয়ে দেয়।

বোর্ডের পাঠানো চিঠির এডহক কমিটিতে সভাপতি ছিলেন, বিশিষ্ট চিকিৎসক ডাঃ জে আর ওয়াদুদ টিপু (বোর্ড কর্তৃক মনোনীত)। আর অভিভাবক সদস্য ছিলেন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল (জেলা প্রশাসক কর্তৃক মনোনীত)। এই কমিটির সদস্য সচিব হচ্ছেন কলেজের অধ্যক্ষ (পদাধিকার বলে) এবং শিক্ষক প্রতিনিধি হচ্ছেন নাছরীন পারভিন (জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত)।

এডহক কমিটিকে ছয় মাসের মধ্যে বিধি মোতাবেক একটি নিয়মিত গভর্নিংবডি গঠন করতে চিঠিতে নির্দেশনা দেয় কুমিল্লা বোর্ড।

এ এডহক কমিটির চিঠিকে বিধি বহির্ভুত উল্লেখ করে হাইকোর্টে রিট পিটিশন নং ৩৩৩৮/২০১৯ইং দায়ের করেন গভর্নিং বডির সভাপতি ও প্রতিষ্ঠান পরিচালনা ট্রাস্ট আল-আমিন সোসাইটির সভাপতি প্রফেসর আবদুল্লাহ। তাঁর আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট বোর্ড চিঠির (এডহক কমিটির) কার্যকারিতা স্থগিত করেন।

পরে নতুন এডহক কমিটির লিভটু আপিলের প্রেক্ষিতে ৯ এপ্রিল চেম্বার জজ আদালতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ দেন। এর সাথে ২৮ এপ্রিল প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে নিস্পত্তির তারিখ ধার্য করেন।

সে অনুযায়ী পূর্নাঙ্গ বেঞ্চে দু’পক্ষের শুনানী শেষে লিভটু আপিল খারিজ করেন। এতে নবগঠিত এডহক কমিটির কার্যকারিতা বাতিল হয়ে নিয়মিত গর্ভনিং বডি প্রতিষ্ঠানের সকল কার্যক্রম পরিচালনার আইনগত বৈধতা পায়।

আল আমিন সোসাইটির কর্তৃপক্ষ জানায়, আদেশের কপি সংশ্লিষ্ঠ সকলের কাছে পাঠানো হয়েছে। একাডেমীর এডহক কমিটির কোন কার্যকারিতা রইল না। একাডেমীর নিয়মিত গর্ভনিং বডি প্রতিষ্ঠানের সকল কার্যক্রম পরিচালনার আইনগত বৈধতা নিশ্চিত হলো।

স্টাফ করেসপন্ডেট
২৮ এপ্রিল ২০১৯

Share