সারাদেশের স্কুল,কলেজ মাদ্রাসা ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিদিনের সমাবেশে শিক্ষার্থীদের অন্তত দু’টি করে নীতিবাক্য পাঠ করানো বাধ্যতামূলক হচ্ছে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর পরিদর্শনে আসেন। এ সময়ে একটি মত বিনিময় সভায় নীতিবাক্যের বিষয়ে নির্দেশনা দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষা ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড.সৈয়দ মো.গোলাম ফারুক। সভায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন উপস্থিত ছিলেন।
আগামি ১২ মার্চের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে নীতিবাক্যের তালিকা পাঠানোর জন্য তাদের নির্দেশও দেয়া হয়েছে।
অধিদপ্তর সূত্রে জানা যায়, মন্ত্রণালয়ের নির্দেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ৯৯ টি নীতিবাক্যের একটি খসড়া তালিকাও প্রস্তুত করেছে। এ তালিকা সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলেই নীতিবাক্যগুলো স্কুল-কলেজ ও মাদরাসায় পাঠানো হবে।
বার্তা কক্ষ
২ মার্চ ২০১৯