মূল লক্ষ্য মেধাবী ও সুনাগরিক গড়ে তোলা : শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এমপি

জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ এবং ওয়ারিয়েন্টেশন অনুষ্ঠান সোমবার (১ জুলাই) সকালে অনুষ্ঠিত হয়েছে। কলেজের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে মঠোফোনে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যে রাখেন,‘বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদব শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এমপি।

তিনি বলেন, ‘চাঁদপুর সরকারি কলেজ জেলার সর্বোচ্চ একটি বিদ্যাপীঠ। তোমারা যারা এ কলেজের নবীন শিক্ষার্থী হয়ে এসেছ তাদের সৌভাগ্য। কারণ তোমরা জেলার সবচেয়ে ভালো প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পেয়েছ। নিশ্চই তোমরা ভালো রেজাল্ট করেছো বলেই এ সুযোগ পেয়েছো। তাই এ সুযোগকে কাজে লাগিয়ে জীবনে আরও উচ্চতায় যেতে হবে। ’

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হলো তোমাদের মেধাবী ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা। এজন্যই আমরা মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমি আশা করি তোমরা মাদক ও জঙ্গীবাদ থেকে দূরে থেকে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবো। যাতে তোমাদের বাবা মায়ের স্বপ্নপূরণ করতে পারো এবং জাতির পিতার সোনার বাংলা গড়তে পারো।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন ও শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন চাঁসক অধ্যক্ষ প্রফেসর ড.এএসএম দেলওয়ার হোসেন।

তিনি তার বক্তব্যে বলেন, ‘শিক্ষা মানুষের প্রতিভার বিকাশ ঘটায়। আমি আশা করি ভালো ফলাফলের মধ্য দিয়ে তোমরা এগিয়ে যাবে।কারন তোমরাই আগামির ভবিষৎ। কাজেই তোমরা এখন থেকেই নিজেদের সেভাবে গড়ে তোলতে হবে।’

কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রুপক রায়ের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন কলেজের উপাধ্যক্ষ অসিত বরণ দাস, শিক্ষক পরিষদের সম্পাদক ওয়াহিদুজ্জামান, হিসাব বিঙ্গান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক বেলাল হোসাইন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আজিম উদ্দিন, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জসিম উদ্দিন।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্যে রাখেন, ইন্দ্রনীল দত্ত, তাহছিন ছোবহান বর্ষা, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পক্ষে বক্তব্যে রাখেন পুস্পিতা চৌধুরী।

আশিক বিন রহিম
১ জুলাই ২০১৯

Share