মতলব দক্ষিণ

মতলবে ডোনেশান ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্প

মতলব দক্ষিণে ব্লাড ডোনেশান ক্লাবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় সোমবার (২১ জানুয়ারি) বেলা ১১ টায় মরহুম ওয়ালী উল্লাহ পাটোয়ারী মিলনায়তনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.একেএম মাহাবুবুর রহমান।

ব্লাড ডোনেশান ক্লাবের উপদেষ্টা মতলব ডিগ্রি কলেজের প্রভাষক মো.মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা.সালেকীন,ডা.জিসান ও ক্লাবের উপদেষ্টা মুন্সিরহাট কলেজের প্রভাষক মো.মাহাবুবুর রহমান।

আলোচনা শেষে ক্লাবের সকল সদস্যদের নিয়ে কেক কেটে ব্লাড ডোনেশান ক্লাবের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করেন মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.একেএম মাহাবুবুর রহমান। বর্ষপূর্তি উপলক্ষে শতাধিক রোগীর ফ্রি চেকআপ করানো হয়।

অপরদিকে মতলব দক্ষিণে সেভ দ্যা হিউম্যানিটি বাংলাদেশের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সোমবার বিকেলে লিটল স্কলার্স একাডেমি প্রাঙ্গণে ৫০ জন অসহায় ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংস্থার চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান চঞ্চলের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার জেলা কো-অর্ডিনেটর সোহেল রানা, বাবুল প্রধান ও উপদেষ্টা বাদল খন্দকার।

প্রতিবেদক : মাহফুজ মল্লিক
২১ জানুয়ারি, ২০১৯

Share