চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মহামায়া এলাকায় কুকুর বাঁচাতে গিয়ে সিএনজি স্কুটার নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর মজুমদার (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার (৩ ডিসেম্বর ) সকাল সাড়ে ১০ টায় মহমায়া বাজারের পূর্ব দিকে ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক হাজীগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের মরন মজুমদারের ছেলে।
নিহতের চাচা শংকর শীল জানান, সোমবার সকালে হাজীগঞ্জ উপজেলা থেকে কিশোর মজুমদার ঢাকা যাওয়ার উদ্দেশ্যে একটি সিএনজি স্কুটার করে রওয়ানা দেন। স্কুটারটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মহমায়া বাজারের কাছে আসলে হঠাৎ একটি কুকুর তার সামনে পড়ে। কুকুরটি বাঁচাতে গিয়ে সিএনজি স্কুটার নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে কিশোর মজুমদার স্কুটার থেকে রাস্তায় পড়ে যায়।
তিনি আরো জানান, দুর্ঘটনা কবলিত স্কুটারটি নিহতের গায়ের ওপর দিয়ে গেলে সে গুরুতর ভাবে আহত হন। পরে প্রত্যক্ষদর্শীরা তাকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে মৃত্যুর খবরটি চাঁদপুর মডেল থানা পুলিশকে অবগত করলে থানার এসআই মো.মমিনুল হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ থানায় নিয়ে যান।
জানা যায়, নিহত কিশোর মজুমদার সাড়ে ৫ মাস আগে মহমায়া এলাকার সুদাম চন্দ্র শীল মধুর মেয়ে মিতুকে পারিবারিকভাবে বিয়ে করেন। আর বিয়ের সাড়ে ৫ মাসের মাথায় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। নিহত কিশোর মজুমদারের এমন অকাল মৃত্যুতে মাত্র সাড়ে ৫ মাসের মাথায় স্বামীকে হারিয়ে বিধবা হলো মিতু আক্তার।
কবির হোসেন মিজি
৩ ডিসেম্বর,২০১৮