চাঁদপুরসহ ৩৭ জেলা জাটকা সংরক্ষণ সপ্তাহের তারিখ পরিবর্তন করেছে সরকার। আগামি ১৬ থেকে ২২ মার্চ দেশব্যাপি জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন করা হবে।
যদিও পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামি ১০ থেকে ১৬ মার্চ দেশব্যাপি জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন করার কথা ছিলো। এবার জাটকা সপ্তাহের স্লোগান ‘অবৈধ জাল ফেলবো না, জাটকা-ইলিশ ধরবো না।’
রোববার(৩ মার্চ) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে তারিখ পরিবর্তনের কোনো কারণ জানানো হয়নি এতে।
এর আগে,১৮ ফেব্রুয়ারি ‘ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স’ এর সভায় ইলিশ অধ্যুষিত ৩৬টি জেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ পালনের সিদ্ধান্ত নেয়া হয়। ঐ সভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু সভাপতিত্ব করেন।
এবার সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠিত হবে ভোলার চরফ্যাশনে। উদ্বোধনের পরই মৎস্য প্রতিমন্ত্রী নেতৃত্বে নদীতে অনুষ্ঠিত হবে বিশাল নৌ-র্যালি।
সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে সংশ্লিষ্ট ৩৭টি জেলাসহ উপজেলায় সচেতনতামূলক ভিডিওচিত্র-প্রদর্শন,টিভি-রেডিওতে প্রচারণা,ঢাকায় বিভিন্ন স্থানে জাটকা সংরক্ষণ আইনের প্রচারের পাশাপাশি পুলিশি অভিযান চালানোসহ সংশ্লিষ্ট এলাকাগুলোতেও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে বলে মৎস্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
সপ্তাহপালনের আওতাভুক্ত জাটকা সমৃদ্ধ ৩৬টি জেলা হচ্ছে- ঢাকা, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, মুন্সীগঞ্জ, নারায়নগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, গোপালগঞ্জ, ভোলা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, চাঁদপুর, লক্ষীপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, কুষ্টিয়া, বাগেরহাট, সাতক্ষীরা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, নাটোর, জামালপুর, পাবনা, কুড়িগ্রাম ও গাইবান্ধা।
বার্তা কক্ষ
৩ মার্চ,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur