মতলব দক্ষিণ

মতলবে ভাইস চেয়ারম্যান পদে আ.লীগের ২৭ প্রার্থীর ফরম দাখিল

মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে সর্বত্র নির্বাচনি বাতাস বইছে। উপজেলা সদর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের বাজার ও দোকানগুলোতে চলছে প্রার্থীদের আলোচনা সমালোচনা। রং-বেরঙের পোস্টার, ব্যানার, বিলবোর্ড, ফেস্টুন ও লিফলেটের মাধ্যমে জানিয়ে দিচ্ছে সম্ভাব্য চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা।

উপজেলা সদরসহ এমন কোনো গ্রাম নেই যেখানে সম্ভাব্য প্রার্থীদের প্রচারপত্র পৌঁছায়নি। বিশেষ করে উপজেলা পরিষদের আশ-পাশ এলাকা এবং মতলব বাজারে নান রংয়ের ব্যানারের পাশাপাশি পোস্টার সাঁটানো হয়েছে দেয়ালগুলোতে। সম্ভাব্য প্রার্থীদের সাঁটানো রং-বেরঙের পোস্টারের কারণে ওয়াজ মাহফিলের পোস্টার ব্যানার টানানোর জায়গা খুঁজে পাচ্ছেনা আয়োজকরা।

উপজেলার নারায়ণপুর, নায়েগাঁও, মুন্সিরহাট, কাশিমপুর, পিতাম্বর্দী, আশ্বিনপুরসহ বেশ কয়েকটি এলাকা ঘুরে কোথায় বিএনপির কোনো সম্ভাব্য প্রার্থীর পোস্টার, ব্যানার, বিলবোর্ড, ফেস্টুন ও লিফলেট দেখা যায় নি। আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে প্রচার-প্রচারণা জেলার অন্যান্য উপজেলার তুলনায় মতলব দক্ষিণ উপজেলায় সবচেয়ে বেশি সগরম হয়ে উঠেছে।

মনোনয়ন প্রত্যাশী সকল প্রার্থীরাই তাদের দলীয় মনোনয়ন পাওয়ার জন্য তৃণমূলের নেতাকর্মীদের সমর্থন পেতে গত কয়েক দিন যাবত মাঠে ময়দানে গণসংযোগ ও পথসভা করতে দেখা যায়। এদিকে দলীয় মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেয়ার জন্য মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

ওই কমিটির মধ্যে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেওয়ান মো.রেজাউল করিম, যুগ্ন-সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম খান।
উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম খান বলেন, ‘২৮ জানুয়ারি থেকে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। তন্মেধ্যে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান মহিলা-পুরুষ পদে ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। ফরম জমা দেয়ার শেষ দিন ছিল ৩০ জানুয়ারি বিকাল ৫ টা।

এরমধ্যে ২৭ জন প্রার্থী তাঁদের দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন। তন্মেধ্যে চেয়ারম্যান পদে ১০ জনের মধ্যে ১০ জনই দাখিল করেছেন। তাঁরা হলেন-অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, মো. আব্দুল সাত্তার, মো. জহির সরকার, মো.ফারুক পাটোয়ারী, মো.ইমামুল হক, মো. তৌফিকুল ইসলাম, মো. নূরুল ইসলাম, এএইচএম গিয়াস উদ্দিন, বিএইচএম কবির আহমেদ ও এসএম জাবেদ হোসেন লাভলু।’

ভাইস চেয়ারম্যান পদে ১৩ জনের মধ্যে দাখিল করেছেন ১০ জন। তাঁরা হলেন- মো. মোস্তফা কামাল রনি, মো. বাদল ফরাজী, নাসির আহমেদ বকুল, আরিফ আহমেদ চৌধুরী, এমএ আজিজ বাবুল, মো.মহসিন মৃধা,শওকত আলী বাদল, নূর মো.সোহেল ও মেহেদী হাসান রকি ।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জনের মধ্যে দাখিল করেছেন ৭ জন। তাঁরা হলেন- লক্ষ¥ী রাণী তারা, ফাতেমা আক্তার, রেহেনা আক্তার, শাহীনূর বেগম শিলামনি, হামিদা জিনাত, ফেরদৌসি বেগম ও নাজমা আক্তার আসমা।

প্রতিবেদক : মাহফুজ মল্লিক
৩০ জানুয়ারি ২০১৯

Share