মতলব উত্তর

নদীভাঙন ও জলাবদ্ধতা রোধে ব্যবস্থা নেয়া হয়েছে : পানি সম্পদ উপমন্ত্রী

এ বছর সারা দেশে নদীভাঙন ও জলাবদ্ধতা রোধে আগাম ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।

শনিবার (১৫ জুন ) দুপুরে মতলব উত্তরে প্রস্তাবিত বিভিন্ন প্রকল্প পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন,‘ বর্ষা ও বন্যাকে সামনে রেখে সারাদেশে ৬৫টি এলাকা চিহ্নিত করা হয়েছে। এরইমধ্যে ২২টি নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করা হয়েছে। যে সব এলাকায় নদীভাঙন প্রবণ সে সব এলাকায় কর্মকর্তাও সংখ্যাও বাড়ানো হয়েছে।

চাঁদপুরের মতলব উত্তরে ধনাগোদা সেচপ্রকল্প, নদী ও খাল ড্রেজিংসহ প্রায় ৫শ’কোটি টাকা ডিপিপি কাজ প্রকল্পও পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য নুরুল আমিন রুহুলসহ পানি উন্নয়ন বোর্ডের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিবেদন : শরীফুল ইসলাম

১৫ জুন ২০১৯

Share