Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে ১০ কৃষি কর্মকর্তার পদ শূন্য
Motlob Dokkhin
প্রতীকী

মতলব দক্ষিণে ১০ কৃষি কর্মকর্তার পদ শূন্য

চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলায় কৃষি কার্যালয়ের আওতায় এবং মাঠপর্যায়ে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ও উপসহকারি কৃষি কর্মকর্তার ১০টি গুরুত্বপূর্ণ পদে কোনো লোক নেই। এজন্য কৃষি কার্যক্রমে অচলাবস্থা চলছে।

জানা গেছে, উপজেলা কৃষি কার্যালয়ে কৃষি সম্প্রসারণ কর্মকর্তার দুই পদ ও অতিরিক্ত কৃষি কর্মকর্তার একটি পদ গত তিন-চার বছর ধরে খালি। এ ছাড়া উপজেলার একটি পৌরসভা ও ছয়টি ইউনিয়নে উপসহকারী কৃষি কর্মকর্তার ১৯ পদে কর্মরত রয়েছেন ১২ জন।

বাকি সাতটি পদ গত এক থেকে দু-তিন বছর ধরে শূন্য। উপজেলার নায়েরগাঁও উত্তর ও নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন এবং নারায়ণপুর ইউনিয়নে উপসহকারী কৃষি কর্মকর্তার দুটি করে মোট ছয়টি পদ বিভিন্ন মেয়াদে খালি।

এ ছাড়া উপাদী উত্তর ইউনিয়নে উপসহকারী কৃষি কর্মকর্তার একটি পদ গত দুবছর ধরে খালি। এসব ইউনিয়নে বাড়তি দায়িত্ব পালন করছেন পাশের ইউনিয়নে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাগণ। নায়েরগাঁও উত্তর ইউনিয়নের নজরুল ইসলাম এবং নারায়ণপুর ইউনিয়নের ধান চাষী গিয়াস উদ্দিন মিয়া জানান, তাঁদের এলাকায় দীর্ঘদিন ধরে উপসহকারী কৃষি কর্মকর্তার পদে লোক নেই।

এতে চাষাবাদ সম্পর্কে সময়মতো কারো কাছ থেকে পরামর্শ নিতে পারছেন না। আধুনিক প্রযুক্তিতে চাষবাসের ধারণাও পাচ্ছেন না। উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম জানান, কৃষি কর্মকর্তার শূন্য পদে লোক নিয়োগের জন্য সংশ্লিষ্ট উধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শূন্য পদে লোক নিয়োগ করা হলে এই সমস্যা থাকবে না।

প্রতিবেদক : মাহফুজ মল্লিক, ১ অক্টোবর ২০১৯