চাঁদপুর জেলার তাবলীগ জামাতের ওয়াজহাতি জোড় (পরামর্শ সভা) রোববার (৯ সেপ্টেম্বর) রাতে সম্পন্ন হয়েছে। জেলার হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ তাবলিগ জামাতের আমির হযরতজি মাও. জোবায়ের আহমদ (কাকরাইল)।
বক্তব্যে তিনি বলেন, কথিত এতায়াতের নামে ইসলাম বিরোধীদের সাথে আঁতাতকারীরা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। তাবলিগ জামাত কোরআন ও হাদিসের নির্দেশনা মোতাবেক ওলামায়েকেরামের পরামর্শের ভিত্তিতে পরিচালিত হয়। এখানে ব্যক্তিগত স্বার্থ ও ইসলাম বিরোধীদের সাথে আঁতাতের কোনো সুযোগ নেই।
তিনি আরো বলেন, কোরআন হাদিসের কোনো মনগড়া ব্যাখ্যা মেনে নেওয়া যাবে না। শুরায়ী নেজামকে উপেক্ষা করে কোনো ব্যক্তির মতাদর্শ বাস্তবায়নকারীরা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। বিধর্মীদের চক্রান্তে বিশ^ব্যাপি সমাদৃত তাবলিগ জামাতকে বিতর্ককারীদের সম্পর্কে অবশ্যই সজাগ থাকতে হবে। ওলামায়ে কেরামের পরামর্শের ভিত্তিতেই বাংলাদেশে বিশ^ ইজতেমা পরিচালিত হবে।
বিশাল এই ওয়াজহাতি জোড়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাকরাইলের মুরব্বি মাও. আব্দুর বার, উজানির পীর মাও. আশেক এলাহী, মহাপরিচালক মাও. মাহবুবে এলাহী, নাজেম মাও. আবদুর রহমান. ফুলছোঁয়ার পীর মুফতি আবু সাইদ, প্রখ্যাত মুফাসসির মুফতি মুশতাকুন্নবী, জামেয়া রাহমানিয়া ঢাকার অধ্যক্ষ মুফতি হিফজুর রহমান, মুহাদ্দিস মাও. মাহফুজুর রহমান, মুফতি শফিকুর রহমান প্রমুখ।
ওয়াজহাতি জোড়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী।
তিনি তাঁর বক্তব্যে বলেন, সকল ভেদাভেদ ভুলে গিয়ে ইসলাম পন্থিদেরকে এককাতারে সামিল হতে হবে। দেশ ও জাতির সাথ্যে যারা ইসলামের প্রচার প্রসার করেন, সরকার অব্যশই তাদের সাথে আছেন। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার থাকাকালীন সময়ে দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান স্বীকৃৃতি প্রদান করেছেন।
সরকারের উন্নয়নের জন্য আমি আপনাদেরকে নিয়ে কাজ করতে চাই। জেলা পরিষদ নির্বাচনে আমি আপনাদের দোয়া নিয়ে জয়ী হয়েছি। চাঁদপুরের সার্বিক উন্নয়নে জেলা পরিষদ আপনাদের সাথে থাকবে। সকলে মিলে একটি সুন্দর সমাজ বিনির্মাণে একত্রিত হয়ে কাজ করব। তিনি আগত মুসল্লিদেরকে আন্তরিক শুভেচ্ছা জানান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুফতি সিরাজুল ইসলাম, মাও. লিয়াক হোসাইন, মাও. জাফর আহমদ, মাও. খাজা আহমদ, মাও. মুনির হোসাইন, মাও. আবুল হাসানাত, মাও. কবির আহমেদ, মাও. হাবিবুর রহমান, নূরুল আমিন, মাও. এমদাদ উল্লাহ।
প্রতিবেদক- শরীফুল ইসলাম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur