Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে ১৬ প্রার্থীর কার কি প্রতীক
Faridgonj Upzella potik

ফরিদগঞ্জে ১৬ প্রার্থীর কার কি প্রতীক

তৃতীয় ধাপে ২৪ মার্চ অনুষ্ঠিত হবে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। উক্ত নির্বাচনের চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধী ১৬ প্রার্থীর প্রতীক বরাদ্ধ দিয়েছে নির্বাচন কমিশন।

শুক্রবার(৮ মার্চ) সকালে সহকারী রিটানিং কর্মকর্তা প্রার্থীদের উপস্থিতিতে এই প্রতীক বরাদ্ধ করেন।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী: জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড.জাহিদুল ইসলাম রোমান (নৌকা), ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি স্বতন্ত্র প্রার্থী মো. তোফায়েল আহম্মেদ ভূঁইয়া (আনারস), এনপিপি মনোনীত প্রার্থী আব্দুল গনি (আম)।

ভাইস চেয়ারম্যান প্রার্থী: উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান রানা (টিয়া পাখি), আওয়ামী লীগের নেতা ও সাংবাদিক এনামূল হক খোকন পাটওয়ারী (টিউবওয়েল), ছাত্রলীগের সাবেক নেতা জিএস তছলিম (বই), কামরুজ্জামান সবুজ (তালা), মো. পাবেল পাটওয়ারী ( উড়োজাহাজ), মো. আবু সুফিয়ান শাহীন (চশমা), জাকির হোসেন বাবু (মাইক) প্রতীক পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী: উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রীনা নাছরিন (হাঁস), ছাত্রলীগের সাবেক নেত্রী সেলিনা আক্তার শেলী (প্রজাপতি), উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতানা স্মৃতি(কলস), মাজুদা বেগম (ক্যামেরা), রেহানা বেগম (ফুটবল), হালিমা বেগম (পদ্ম ফুল) প্রতীক পেয়েছেন।

প্রতিবেদক: আতাউর রহমান সোহাগ
৮ মার্চ,২০১৯