চাঁদপুর

চাঁদপুর শহরের পুরাণবাজারে পৃথক দু’মহিলা সমাবেশে সুজিত রায় নন্দী

বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, জাতির জনকের কন্য জননেত্রী শেখ হাসিনা তার মেধা, শ্রম ও সঠিক নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে অনেক উচ্চতায় নিয়ে গেছেন।

তিনি সততা, মানবতা এবং সঠিক নেতৃত্বসহ নানা ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে বহুবার পুরস্কৃত হয়েছেন। বঙ্গবন্ধুর কন্যার এই ব্যক্তিগত অর্জনের জন্যেও সমগ্র পৃথিবীতে বাংলাদেশকে মর্যাদার নজরে দেখা হয়।

রোববার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় চাঁদপুর শহরের পুরাণবাজারে বিশাল মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন।

চাঁদপুর পৌরসভার ১নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের আয়োজনে মহিলা সমাবেশের তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার শুধুমাত্র রাষ্ট্রের অবকাঠামোগত উন্নয়নই করেনি, দেশের শিক্ষা, খাদ্য, স্বাস্থ্য, চিকিৎসা, কর্মসংস্থানের ক্ষেত্রে ব্যপক উন্নতি করেছে। এর পাশাপাশি মাদক, বাল্যবিয়ে, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলসহ ও নারী ক্ষমতায়নে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে।

তিনি বলেন, বাংলাদেশ এখন পৃথিবীর বুকে নারী ক্ষমতায়নে রোল মডেল। বাংলাদেশের নারীরা এখন পুরুষের সাথে সমানতালে দেশের উন্নয়নে অংশ গ্রহণ করছে। নিজেদের যোগ্যতা প্রমান করে নারীরা দেশের বিভিন্ন বিভাগে তাদের অবস্থান করে নিচ্ছে। আর এসব কিছুই সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বের কারণে। আমাদের পরিবার এখন কন্যা সন্তানকে বোঝা নয় সম্পদ হিসেবে দেখে। যার ফলে প্রটিতি পরিবার পুত্র সন্তানের পাশাপাশি কন্যা সন্তানকেও উচ্চ শিক্ষায় শিক্ষত করে দক্ষ নাগরীক হিসেবে গড়ে তুলছে।

সুজিত রায় নন্দী আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকলে এই উন্নয়ন অব্যাহত থাকবে এবং দেশের জনগনের জীবন যাত্রার মান আরো বৃদ্ধি পাবে। আমাদের নতুন প্রজন্ম বেকারত্ব অভিশাপ থেকে মুক্ত হয়ে সুখি-স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারবে। তাই দেশের এই উন্নয়নে অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারো নৌকায় ভোট দিয়ে জননেত্রীকে প্রধানমন্ত্রীর আসনে বসাতে হবে। স্বাধীনতার চেতনায় বিশ্বাসী সকল নেতাকর্মী এবং দেশের প্রতিটা জনগণ ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।

পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা খালেদা খানমের সভাপতিত্বে ও সদর উপজেলা সেচ্ছাসেবকলীগের সিনিয়র যুগ্ন-আহবায়ক শেখ শরিফ আহমেদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. নুরুল ইসলাম মিয়াজি, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী, জেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক আলহাজ্ব এসএম জয়নাল আবেদীন, জেলা পরিষদের সদস্য খোদেজা রহমান, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ পাটওয়ারী, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান মুন্না, ওয়ার্ড আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক কুট্টি হাওলাদার প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিল্লাল আখন্দ, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম নুরু মিজি, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আছলাম গাজী, সাধারণ সম্পাদক মানিক মাঝি, যুগ্ম সাধারণ সম্পাদক ফজল প্রধানিয়া, দুলাল কাজী, সাংগঠনিক সম্পাদক ফজলু মিজি, কামাল ঢালী, সদর থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম মনির, স্বেচ্ছাসেবক লীঘ নেতা রাজু গাজী, পৌর তাঁতী লীগের সভাপতি আলমগীল শেখ, সহ-সভাপতি বাবুল তালুকদার, আল-আমিন বেপারী, ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মোবারক প্রধানিয়া, যুগ্ম সম্পাদক কাঞ্চন লস্কর, যুবলীগ নেতা রাসেল পাটওয়ারী, মহিলা আওয়ামী লীগ নেত্রী ময়না বেগম, সুরমা বেগম, তাছলিমা বেগম, রোসন আরা, হাসিনা গাজী, মর্জিনা বেগম ও নারগিস বেগম প্রমুখ।

প্রতিবেদক: আশিক বিন রহিম
আপডেট, বাংলাদেশ সময় ১০ :০০ পিএম, ৯ সেপ্টেম্বর ২০১৮, রোববার
এজি

Share