ফরিদগঞ্জ

পেনশন তুলতে গিয়ে ব্যাংকের সিঁড়িতেই উঠতেই চিরবিদায়

চাঁদপুরের ফরিদগঞ্জে ব্যাংক থেকে পেনশনের টাকা তুলতে গিয়ে জীবন নামক পর্ব থেকে চির বিদায় নিলেন অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের বৃদ্ধ শিক্ষক খলিলুর রহমান।

সোমবার (১০ জুন) দুপুরে উপজেলা সদরের সোনালী ব্যাংক ফরিদগঞ্জ শাখা সিটি মার্কেটে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

খলিলুর রহমান ছিলেন উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের উভারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। গিয়েছিলেন সোনালী ব্যাংক ফরিদগঞ্জ শাখায়। ব্যাংকে প্রবেশের পূর্বেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানায় পেনশন তোলার জন্যে খলিলুর রহমান দ্বিতীয় তলায় ব্যাংকের দিকে যাচ্ছিলেন। ব্যাংকের সিঁড়িতেও ওঠেন। কয়েক ধাপ উঠার পরপরই তিনি সিঁড়িতেই ঢলে পড়েন। উপস্থিত কয়েকজন তাকে ধরে তাৎক্ষণিক মেঝেতে শুইয়ে দেন। এরই মধ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রবীণ এ শিক্ষকের মৃত্যুতে শিক্ষকমহল ও এলাকা শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষক খলিলুর রহমানের মৃত্যুতে প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন কবির গভীর শোক প্রকাশ ও পরিবার সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

৪ ছেলে ও ৫ কন্যার জনক খলিলুর রহমান ২০০৭ সালে শিক্ষকতা পেশা থেকে অবসরে যান।

এ বিষয়ে সোনালী ব্যাংক ফরিদগঞ্জ শাখার ম্যানেজার মো. বেদারউদ্দিন খান চাঁদপুর টাইমসকে বলেন, পেনশনের টাকা তুলতে এসে ব্যাংকে উঠার সময় নীচ তলায় সিঁড়িতে পড়ে তিনি অজ্ঞান হয়ে মারা যান। তবে মৃত্যুর পর শিক্ষক খলিলুর রহমানের পেনশনের টাকা তুলে দেওয়া হয়েছে।

প্রতিবেদক- শিমুল হাছান
১০ জুন ২০১৯

Share