Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে স্ত্রীর সাথে অভিমানে ঋণগ্রস্ত যুবকের আত্মহত্যা
Suicide
প্রতীকী

হাজীগঞ্জে স্ত্রীর সাথে অভিমানে ঋণগ্রস্ত যুবকের আত্মহত্যা

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় প্রিয়তমা স্ত্রীর সঙ্গে অভিমান করে এক ঋণগ্রহস্ত যুবক আত্নহত্যা করেছেন। উপজেলার নওহাটা গ্রামে রোববার (১৮ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

আত্মঘাতী ওই যুবকের নাম আবদুর রাজ্জাক (৪০)। তিনি একই গ্রামের কাজিমউদ্দীন মিয়াজী বাড়ির মৃত এলাহী বক্সের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, এক মাসে আগে আবদুর রাজ্জাক ও তার স্ত্রী মিনু বেগমের মধ্যে ঝগড়া হয়। এ ঘটনায় মিনু তার বাবার বাড়ি চলে যায়।

কোরবানি ঈদের দুদিন আগে রাজ্জাক তার স্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে শ্বশুরবাড়ির লোকজন চোর বলে মারধর করেন। এ নিয়ে তিনি মানসিক অশান্তিতে ভুগছিলেন। এ ছাড়া বিভিন্ন এনজিওর কাছে প্রায় সাত লাখ টাকার মতো ঋণগ্রস্ত ছিলেন।

এমন পরিস্থিতিতে রোববার সন্ধ্যায় নিজ বাসায় বিষপান করে আত্মহত্যা করেন আবদুর রাজ্জাক। মুমূর্ষু অবস্থায় প্রথমে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চাঁদপুর সদর হাসপাতাল প্রেরণ করা হয়। কিন্তু অবস্থার কোনো উন্নতি না হওয়ায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়।

পরে সেখান থেকে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। হাজীগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন রনি যুগান্তরকে জানান, সোমবার সকালে আবদুর রাজ্জাকের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

স্টাফ করেসপন্ডেন্ট, ১৯ আগস্ট ২০১৯,