Home / জাতীয় / স্কুলে থেকেই ট্রাফিক সচেতনতা বিষয়ক শিক্ষা একান্ত দরকার : প্রধানমন্ত্রী
শিক্ষকগণ জনপ্রতি ৫ হাজার টাকা পাবেন
ফাইল ছবি

স্কুলে থেকেই ট্রাফিক সচেতনতা বিষয়ক শিক্ষা একান্ত দরকার : প্রধানমন্ত্রী

ট্রাফিক আইন নিয়ে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘স্কুল থেকেই ট্রাফিক আইন সম্পর্কে আমাদের ছেলেমেয়েদেরকে সচেতন করতে হবে। আমি মনে করি, প্রতিটি স্কুল থেকেই এ শিক্ষাটা দেয়া একান্ত দরকার।’

বুধবার (১৬ অক্টোবর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সড়ক যোগাযোগ উন্নয়নের কয়েকটি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা কমাতে যানবাহনের চালক ও চলাচলকারী উভয়কেই দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানান।

রাস্তায় চলাচলের ক্ষেত্রে আবারো সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন,‘একটা দুর্ঘটনা ঘটলে শুধুমাত্র চালককে দায়ী করলে চলবে না। বরং কী কারণে দুর্ঘটনা ঘটল,চালক বা পথচারী কার ভুল সেটাও খতিয়ে দেখা দরকার।

সড়ক ব্যবহারের ক্ষেত্রে সকলকে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন,‘কোনো সড়কে কত বেশি বড় ট্রাক বা ওজনের ট্রাক বা যানবাহন চলতে পারে, সে বিষয়টা খেয়াল রাখা দরকার। অনেক সময় অনেকে এটা মানতে চান না। এরইমধ্যে আমরা নিরাপদ সড়ক আইন প্রণয়ন করেছি। আমাদের দেশের মানুষ মোটেই সচেতন না। তাদেরও সচেতন হতে হবে। যারা রাস্তা চলাচল করবেন পারাপারের সময় আপনাকে ডানে-বামে সবদিক দেখে সচেতনভাবে পার হতে হবে।’

তিনি আরও বলেন, ‘ রাস্তায় যারা যান চালাবেন,মোটর সাইকেল, গাড়ি, বাস ট্রাক চালাবেন তাদেরও সচেতন হতে হবে। কারণ অহেতুক একটা প্রতিযোগিতা করতে গিয়ে অনেক সময় সড়ক দুর্ঘটনা হয়। রাস্তায় যানবাহন চালানোর সময় সবাইকে একটা দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। তা না হলে দুর্ঘটনা ঘটবে।’

সড়ক দুর্ঘটনায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন,‘ অহেতুক এক একটা দুর্ঘটনা হয়। কেউ মারা যান,কেউ পঙ্গু হন,এক একটা পরিবার ভীষণভাবে কষ্টের সম্মুখীন হন। বিভিন্নভাবে তাদের জীবন মান আসলে ক্ষতিগ্রস্ত হয়। এ দিকটা সকলকেই দেখতে হবে। ‘ এ সময় সড়ক দুর্ঘটনায় সচেতন করতেই ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ময়মনসিংহ-গফরগাঁও টোক সড়কে বানার নদীর ওপর সেতু,ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইন্দ্রপুল হতে চক্রশালা পযন্ত বাঁক সরলীকরণ,সাতক্ষীরা শহর বাইপাস সড়ক, ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতায় ৪ লেন বিশিষ্ট ফ্লাইওভার,মুন্সিগঞ্জে ১৩ টি ঝুঁকিময় সেতু স্থায়ী কংক্রিট দ্বারা প্রতিস্থাপন প্রকল্পের উদ্বোধন করেন।

বার্তা কক্ষ, ১৬ অক্টোবর ২০১৯