ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে সুবিদপুুর পূর্ব ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৩ নং সুবিদপুর ইউনিয়ন পরিষদের ২০১৯-২০ অর্থ বছরের ১ কোটি ৩৮ লাখ ৯০ নব্বই হাজার ৯শ ৬০ ষাট টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

১৫ মে (বুধবার) ইউনিয়ন পরিষদ অডিটরিয়ামে আয়োজিত নাগরিক সভায় এ বাজেট ঘোষনা করেন ইউপি চেয়ারম্যান মাওলানা শরাফত উল্যা।

বাজেটপূর্ব আলোচনায় চেয়ারম্যান বলেন, বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্তিশালী ইউনিয়ন পরিষদ গঠনের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছেন। তৃণমূল পর্যায়ে রাস্তা – ঘাট, স্কুল- কলেজসহ গ্রামীণ অবকাঠামো উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন তিনি।

সভা পরিচালনা করেন ইউপি সচিব মো. মোস্তফা খান। এ সময় উপস্থিত ছিলেন ইউপি হিসাব সহকারী আঃ রহমান, ইউনিয়ন ভূমি উপ- সহকারি কর্মকর্তা কামরান হোসেন, ইউনিয়ন কৃষি উপ- সহকারি কর্মকর্তা ইমাম হোসেন, ইউনিয়ন আনসার ভিডিপি দলনেতা এমরান হোসেন, ইউপি সদস্য আঃ মমিন দুলাল, আঃ রশিদ, নাছির উদ্দিন পাটওয়ারী, সংরক্ষিত ইউপি সদস্য তাছলিমা বেগম প্রমুখ।

করেসপন্ডেন্ট
১৫ মে ২০১৯

Share