Home / চাঁদপুর / চাঁদপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীর ওরিয়েন্টেশন

চাঁদপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীর ওরিয়েন্টেশন

ডিপ্লোমা-ইন-ইঞ্জিয়ারিং ১ম পর্ব এবং এইচএসসি (ভোকেশনাল) একাদশ শ্রেণি ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন বৃহস্পতিবার (১ আগস্ট) ১১ টায় অনুষ্ঠিত হয়। চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে চাঁদপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষর্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা।

চাঁদপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো.সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন চীফ ইন্সেটেক্টর ও ইলেক্টনিক বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার মো.সিকান্দার।

পদার্থ বিজ্ঞান বিভাগের ইন্সেটাক্টর মো.তোফায়েল আহমদের পরিচালায় উপস্থিত ছিলেন গনিত বিভাগের ইন্সেটাক্টর মো.মোজাম্মেল মিয়া, ড্রেস মেকিং ইন্সেটাক্টর জেসমিন সুলতানা, কম্পিউটার বিভাগের জুনিয়র ইন্সেটাক্টর মো.রুবেল ভূঁইয়া।

কানিজ ফাতেমা বলেন, ‘সবার আগে আমাদের ভালো মানুষ হতে হবে। আমাদের ভালো মানুষ, ভালো সন্তান হওয়া প্রয়োজন। এর জন্য পিতা মাতাকে সম্মান করতে হবে। তাহলেই শিক্ষকদের প্রতি সম্মান চলে আসবে। আমাদেরকে অবশ্যই মানবিক দিগগুলো জাগ্রত করতে হবে। সামাজিক দায়বদ্ধতা রেখে সকলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শুধু মাত্র পড়া লেখার মধ্যে সিমাবদ্ধতা না রেখে সকল কাজে সম্পৃক্ত হতে হবে।’

শরীফূল ইসলাম
১ আগস্ট ২০১৯

Attachments area