কচুয়া

কচুয়ায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচন সম্পন্ন

বিদ্যালয়ে স্বচ্ছতা,পরিচ্ছন্নতা ও মানুষকে ভোট দেয়ায় উদ্বুদ্ধ করণের জন্যে চাঁদপুরের কচুয়ায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১৪ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী রাগদৈল আই.এম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।বিদ্যালয়ের ৯০৬জন ভোটারের মধ্যে ৬১৪জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

৮টি পদের বিপরীতে ১৭জন প্রার্থী তুমুল প্রতিদ্বন্দিতা করে। নির্বাচিতরা হচ্ছে, ইসমাইল হোসেন (১ম), ফয়সাল আহমেদ (২য়), সাবিকুন্নাহার সামিরা (৩য়), রবিউল্লাহ মিয়াজী (৪র্থ) রাকিবুল হাসান (৫ম), সোহাগ হোসেন (৬ষ্ঠ) নাজমুল হোসেন (৭ম) ও নইমুল হাসান জাবেদ (৮ম) স্থান নির্বাচিত হয়।

নির্বাচনে প্রধান সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন দাস। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, ১০ম শ্রেণীর ছাত্রী সুমাইয়া বাধন ও নির্বাচন কমিশনার ছিলেন ৯ম শ্রেণীর ছাত্র ফয়সাল আহমেদ ও ৮ম শ্রেণীর ছাত্র মাহমুদুল হাসান।

নির্বাচনে পরিদর্শন করেন, সাচার ইউপি চেয়ারম্যান ওসমান গণি মোল্লা, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও বিশিষ্ট ব্যাংকার মোঃ রফিকুল ইসলাম মজুমদার, সাবেক সভাপতি মোশারফ হোসেন ফরাজী মহসিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম প্রধান প্রমুখ।

প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু
১৪ মার্চ,২০১৯

Share