Home / চাঁদপুর / চাঁদপুরে এসএস ব্যবসায়ী ও মিস্ত্রিদের নিয়ে স্টিলটেকের সম্মেলন
steeltech-conference

চাঁদপুরে এসএস ব্যবসায়ী ও মিস্ত্রিদের নিয়ে স্টিলটেকের সম্মেলন

‘বিশ্বাস আস্থা ও নির্ভরতার প্রতীক স্টিলটেক’ এ প্রতিপাদ্যে চাঁদপুরে এসএস (স্টেইনলেস স্টিল) ব্যবসায়ী ও মিস্ত্রিদের নিয়ে ফ্যাবরিকেটস সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

৬ মার্চ (বুধবার) সন্ধ্যা ৬ টায় স্টিলটেক চাঁদপুর জেলা ডিলার সিটি গ্লাস ও আনন্দ গ্লাস এর সমন্বয়ে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সিটি গ্লাসের পরিচালক মাসুদ পাটওয়ারী ও আনন্দ গ্লাসের পরিচালক আবদুর রাজ্জাকের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্টিলটেক লি. এর জেনারেল ম্যানেজার (জিএম) জহিরুল হক।

বক্তব্যে তিনি বলেন, এসএস ব্যবসায়ী ও মিস্ত্রিরা স্টিলটেক এর প্রাণ। আমরা ডিলারদেরকে বিক্রির টার্গেট দেই না। গুনগত মানের নিশ্চয়তা দিয়ে মার্কেটে এসএস দেয়া হয়। এশিয়া মহাদেশের মধ্যে মাত্র ৪টি কোম্পানি এসএস উৎপাদনের সময় উচ্ছিষ্ট অংশ দিয়ে রড তৈরি করতে পারে। এরমধ্যে বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান হলো স্টিলটেক। যাঁরা এ কাজটি করার জন্যে উন্নত প্রযুক্তি ও কৌশল ব্যবহার করছে।

এসময় তিনি ব্যবসায়ী ও মিস্ত্রিদের কাছ থেকে এসএস ব্যবহারে মাঠ পর্যায়ে কাস্টমারদে পক্ষ থেকে আসা নানা প্রশ্নের জবাব দেন।
এর আগে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার কাজল চন্দ্র সরকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাবুরহাট আনন্দ গ্লাসের পরিচালক আবদুর রাজ্জাক।

শুরুতে কোরআন তেলাওয়াত করেন সিটি গ্লাস পরিবারের সদস্য শফিকুর রহমান।

অনুষ্ঠানের বিশেষ পর্বে ব্যবসায়ীদের জন্যে র‌্যাফেল ড্র এর মাধ্যমে ৫ টি বিভাগে প্রায় ৩০ টি পুরস্কার দেয়া হয়। এর মধ্যে প্রথম পুরস্কার হিসেবে একটি এলইডি টেলিভিশন পান বাবুরহাট আন নূর গ্লাস হাউজের জুয়েল খান। পুরস্কারটি স্পন্সর করেন স্টিলটেকের ডিলার চাঁদপুর সিটি গ্লাস।

পরে স্টিলটেকের পক্ষ থেকে জেলার আমন্ত্রিত প্রায় দু’শতাধিক এসএস ব্যবসায়ী ও মিস্ত্রীর জন্যে স্টিলটেকের পক্ষ থেকে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

স্টাফ করেসপন্ডেন্ট
৬ মার্চ, ২০১৯