Home / চাঁদপুর / সুরক্ষায় বর্তমান অবস্থা ও ভবিষ্যত বিষয়ক সেমিনার
চাঁদপুরে শিশু অধিকার

সুরক্ষায় বর্তমান অবস্থা ও ভবিষ্যত বিষয়ক সেমিনার

চাঁদপুরে সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর ১২ টায়‘শিশু অধিকার সুরক্ষা বর্তমান অবস্থা ও ভবিষ্যত বিষয়ক সেমিনার’ চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শওকত ওসমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জাহেদ পারভেজ,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীরতা পুরস্কারপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট চিকিৎসক নারী মুক্তিযোদ্ধা ডা.সৈয়দা বদরুন্নাহার।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শওকত ওসমান বলেন,‘প্রতিবন্ধী শিশুরাও আমাদের দেশের সন্তান। তাদেরও রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা পাওয়ার অধিকার রয়েছে। আমরা যদি তাদের প্রতি একটু মানবিক দৃষ্টি রাখি,তবে তারাও অনেক সুন্দর জীবন-যাপন করতে পারবে। তাদের একটুখানি পরিচর্যা করলেই দক্ষ নাগরিক হয়ে গড়ে উঠবে।’

তিনি আরো বলেন,‘এখন আর প্রতিবন্ধী শিশুদের অবহেলন করার সুযোগ নেই। সরকার তাদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলে নানা উদ্যোগ হাতে নিয়েছে। আমাদের সম্মিলিত প্রচেষ্টাই পারে এই প্রতিবন্ধী শিশুদের সুন্দর ভাবে বেড়ে উঠাতে সহায়ক ভুমিকা রাখতে।’

জেলা সমাজ সেবা অফিসার রজত শুভ্র সরকারের সভাপতিত্বে সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধানশিক্ষক ফারহানা আমিনের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা সমাজ সেবা অফিসের সহকারী পরিচালক গোলাম আজম,প্রবেশন অফিসার নাজমুল হাসান,সদর উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন চন্দ্র নন্দী,চাঁদপুর পৌর সভার নারী কাউন্সেলর ফরিদা ইলিয়াছ,বাবুরহাট সরকারি ঊচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শহীদ উল্ল্যাহ খান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেওলায়াত পাঠ করেন সরকারি বাক শ্রবন প্রতিবন্ধী বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মো.মহিউদ্দিন।

আশিক বিন রহিম
৬ আগস্ট ২০১৯

এজি

Attachments area