চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাইপাস সড়ক সংলগ্নে অবস্থিত স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমির শিক্ষা সফর মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) আনন্দ, উৎসাহ ও উদ্দীপনায় সম্পন্ন হয়েছে।
সকাল সাড়ে ৭টায় একাডেমি প্রাঙ্গন থেকে শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও পরিচালকসহ দেড় শতাধিক যাত্রী নিয়ে ৩টি বাস যোগে কুমিল্লা কোট বাড়ীর উদ্দেশ্যে যাত্রা করে এবং দুপুর পৌনে ১২টায় গন্তব্যে বনছায়া রিসোর্টে দুপুরের খাবার ও বিশ্রাম শেষে বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত জাদুঘর এবং ব্লু ওয়াটার পার্ক পরিদর্শন করা হয়।
সন্ধ্যা ৬টায় শালবন রিসোর্টে বিতরণী অনুষ্ঠিত হয়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক আশরাফুল জাহান শাওলীনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাদেশ্যাম মন্ডলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাডেমির উপদেষ্টা ও চাঁদপুর টাইমসের স্টাফ করেসপন্ডেন্ট মোঃ মাহফুজ মল্লিক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,অভিভাবক মোঃ জাকির হোসেন প্রধান, মোঃ হুমায়ুন কবির প্রধান,মোঃ সেলিম। সার্বিক কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ শামীম হাসান মাহবুব, মোঃ ফরহাদ হোসেন, মোঃ আবু তাহের, মোঃ মামুন হোসেন, শিউলী আক্তার, আসমা আক্তার, আয়েশা আক্তার এবং অভিভাবক মোঃ হাসান বেপারী।
করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি, ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur