Home / শিক্ষাঙ্গন / বাউবি’র এসএসসি পরীক্ষা শুরু
বাউবি

বাউবি’র এসএসসি পরীক্ষা শুরু

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে ২০১৯ সালের এসএসসি পরীক্ষা শুক্রবার (২২ ফেব্রুয়ারি ) শুরু হচ্ছে। এ পরীক্ষায় মোট ৯৩ হাজার ৭৯৯ শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ৫৮ হাজার ১০৯ জন ছাত্র এবং ৩৫ হাজার ৬৯০ জন ছাত্রী।

সারাদেশে ৩৩০টি কেন্দ্রে একযোগে শুক্রবার ও শনিবার সকাল ও বিকেলে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ মার্চ এ পরীক্ষা শেষ হবে।

পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন মেডিকেল আলট্রাসাউন্ড প্রোগ্রামের ১৮২ টার্ম পরীক্ষা :বাউবির পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন মেডিকেল আলট্রাসাউন্ড (পিজিডিএমইউ) প্রোগ্রামের ১৮২ টার্মের প্রথম সেমিস্টার পরীক্ষাও শুরু হচ্ছে শুক্রবার। এ পরীক্ষা শেষ হবে ৮ মার্চ। সংবাদ বিজ্ঞপ্তি।

বার্তা কক্ষ
২২ ফেব্রুয়ারি ২০১৯