সারা দেশের ন্যায় শুক্রবার (১৪ ডিসেম্বর) চাঁদপুরের কচুয়ায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরিক্ষা সুষ্ঠ ও শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
মোট পাঁচটি কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষা দ্বিতীয় হতে অষ্টম শ্রেনী পর্যন্ত স্কুল ও মাদ্রাসার ১০২১ জন শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।
কেন্দ্রগুলো পরিদর্শন করেন, শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কচুয়া আসন থেকে ইসলামী ফ্রন্টের প্রার্থী অধ্যক্ষ নুরুল আলম মজুমদার।
এসময় চাঁদপুর জেলা সংসদ শাখার পরিদর্শক মোঃ আরিফ,পরিচালক যোবায়ের আহম্মদ, রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়েরপ্রধান শিক্ষক আবুল হোসেন পাটোয়ারী, কচুয়া উপজেলা শাখারউপদেষ্টা মন্ডলীর সদস্য মাওলানা মনিরুজ্জামান, মাওলানা ইমাম হোসাইন ও পরিচালক ইব্রাহীম ইকবালসহ অন্যন্যরা উপস্থিত
ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু
১৪ ডিসেম্বর,২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur