চাঁদপুর এসএসসি ৯৩ ব্যাচের আয়োজনে মাদ্রাসার এতিম শিক্ষাথীদের মাঝে ঈদের পোষাক, কিতাব বিতরণসহ ইফতার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ১৭ মে ) বিকেলে শহরের পুরান আদালত পাড়াস্থ মা’ আরিফুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে পোষাক ও কিতাব বিতরণ শেষে তাদেরকে নিয়ে ইফতারেরও আয়োজন করা হয়।
এসএসসি ৯৩ ব্যাচের পক্ষ থেকে মাদ্রসার ৭০ জন ছাত্রদের মাঝে ঈদের পোষাক ও ৪০ সেট কিতাব তুলে দেন ব্যাচের শিক্ষাথীরা।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাচের শিক্ষাথী শরীফ মোঃ আশরাফুল হক, অ্যাড. আব্দুল্লাহ আল মামুন, অ্যাড, কাজী খায়রুল আলম ঝুমন, সাখওয়াত হোসেন শাকিল, আঃ রহিম মিয়াজী, বশির আহমেদ দেওয়ান, কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল, ফয়সাল আহেমদ বাহার, নাজমুল হাসান, আলম, রয়েল, সতজিত সোহাগ, জুয়েল ভট্রাচার্য সহ ব্যাচের দেড়শতাধিক শিক্ষাথীরা।
করেসপন্ডেন্ট
১৭ মে ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur