চাঁদপুর সদর

আমিরাবাদ জিকে উবি’র ক্রীড়া শিক্ষক এনামুল হক আর নেই

চাঁদপুর সদরের উত্তরে আমিরাবাদ জিকে উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক এনামুল হক আর বেঁচে নেই । এনামুল হক বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১০ টায় তার নিজ বাড়ি নওগাঁ জেলা সদরের কিসমত কসবা গ্রামে মৃত্যুবরণ করেন ( ইন্না……রাজেউন )। মৃত্যুকালে তার বয়স হয়েছে ৫৯ বছর।

ক্রীড়া শিক্ষক এনামুল হক ১৯৬০ সালের ১ অক্টোবর নওগাঁ জেলা সদরের কিসমত কসবা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৯ সালের ১ জুলাই চাঁদপুর সদরের উত্তরে আমিরাবাদ জিকে উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক হিসেবে যোগদান করেন।

দীর্ঘ ৬ মাস যাবৎ তিনি কিডনি ও লিভার সিরোসিস রোগে ভুগছিলেন এবং স্কুল থেকে তিনি মেডিক্যাল ছুটিতে ছিলেন। মৃত্যুকালে স্ত্রী,১ কন্যা,১ পুত্র সন্তান,অসংখ্য সহকর্মী, শিক্ষার্থী, শুভাকাংখি রেখে গেছেন।

তার মৃত্যুতে আমিরাবাদ জিকে উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম কবির চৌধুরী তাঁর বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক এনামুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার রুহের মাগফেরাত কামনা করেন। ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক মো.আলাউদ্দিন ও শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকগণ তার মৃত্যুতে শোক প্রকাশসহ শোক-সন্ত্যপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

শিক্ষক নেতৃবৃন্দের শোক প্রকাশ

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি,চাঁদপুর জেলার সভাপতি ও জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের জেলা শাখার কো-চেয়ারম্যান অধ্যক্ষ ড.আলমগীর কবির পাটওয়ারী ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, সাধারণ সম্পাদক ও জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট, জেলা শাখার আহবায়ক অধ্যক্ষ শাফায়াৎ আহমদ ভূঁইয়া, কেন্দ্রিয় বাকশিসের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক প্রফেসর মোশারফ হোসেন, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ হারুন-অর-রশিদ শোক প্রকাশসহ তার বিদেহী আত্মার মাগফেরাত ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ।

এদিকে চাঁদপুর জেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো.বিলাল হোসেন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন অনুরূপ শোক ও সহমর্মিতা প্রকাশ করেন ।

প্রতিবেদক : আবদুল গনি
এপ্রিল ১৮, ২০১৯

Share