Home / চাঁদপুর / চাঁদপুরে সাংবাদিকবান্ধব পুলিশ ইউনিট তৈরিতে কাজ করবো : এসপি মাহবুব
Sp-Mahbubur-Rahman

চাঁদপুরে সাংবাদিকবান্ধব পুলিশ ইউনিট তৈরিতে কাজ করবো : এসপি মাহবুব

চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেছেন, আমরা আচরণ ভদ্র করবো তবে যেকোন বিষয়ে সিদ্ধান্ত নিবো কঠোর। তবে আমরা কথা আর কাজে পুরোটা মিল রেখে কাজ করবো।

সোমবার (৯ আগষ্ট) চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মাহবুবুর রহমান সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

তিনি বলেন, সাংবাদিকদের কাজের ধরন পুলিশের সাথে অনেকক্ষেত্রেই মিলে যায়। তাই এখন থেকে চাঁদপুরের সাংবাদিকরাও জেলা পুলিশের সদস্য হয়ে কাজ করবে প্রত্যাশা করছি।

তিনি সাংবাদিকের কাজের বিভিন্ন প্রশংসা তুলে ধরে বলেন,যেসব সাংবাদিকরাই তাদের পেশাগত কাজের সহযোগিতার জন্য আমাদের কাছে তথ্য চাইবেন।

মতবিনিময় সভা নবাগত পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান বলেন, চাঁদপুর জেলা আইজিপি স্যারের এলাকা। আর স্যারের সাথে আমারের দীর্ঘদিনের কাজ করার সুযোগ হয়েছে। আমি মনে করি, সাংবাদিকরা পুলিশের সদস্য হিসেবে কাজ করবে। কারন যে কোন ক্ষেত্রে সাংবাদিকদের কলম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ক্ষেত্রে পুলিশ-সাংবাদিকদের কাজের মিল রয়েছে। কাঙ্খিত ফলাফল তখনেই ভালো হবে, যখন আমরা একত্রিত হয়ে কাজ করবো।

চাঁদপুরে মাদক প্রসঙ্গে এসপি বলেন, চাঁদপুরে কেনো মাদক নিমূল করা যাচ্ছে না, সেই কারণগুলো আমি খুঁজে বের করবো। এর জন্য তথ্য প্রকাশে মিডিয়া সেল উন্নতি করণ করা হবে। আমি যে কোন বিষয় গভীর ভাবে কাজ করতে চাই। মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। যে কোন বিষয়ে উত্তেজিত হলে হবে না, সকলের সহযোগিতা নিয়ে কাজ করতে হবে। আমার পূর্বে যারা এখানে দায়িত্ব পালন করেছেন, আমি তাদের কাজের ধারাবাহিকতা রেখে এগিয়ে যেতে চাই।

অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য এসপি) মো. মিজানুর রহমানের পরিচালনা সাংবাদিকদের মতবিনিময় সভা বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক লক্ষ্মন চন্দ্র সূত্রধর, সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, কাজি শাহাদাত, গোলাম কিবরিয়া জীবন, শাহ মো. মাকসুদুল আলম, ইকবাল হোসেন পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, রহিম বাদশা. সোহেল রুশদী, জি এম শাহীন, মির্জা জাকির।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এসপি হেডকোয়াটার) মো. আসাদুজ্জামান, চাঁদপুর মডেল থানার ওসি মো. নাসিম উদ্দিন, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, চাঁদপুর ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ প্রমুখ। সভা শেষে নবাগত চাঁদপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাহবুবুর রহমান পিপিএম (বার) কে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ।

এ সময় জাতীয় ও স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক : মাজহারুল ইসলাম অনিক ও শরীফুল ইসলাম, ৯ সেপ্টেম্বর ২০১৯