Home / চাঁদপুর / এসপি জিহাদুল কবিরকে চাঁদপুর টাইমসের আর্কাইভ সংবাদ উপহার ও শুভেচ্ছা
sp-jehadul-kabir.

এসপি জিহাদুল কবিরকে চাঁদপুর টাইমসের আর্কাইভ সংবাদ উপহার ও শুভেচ্ছা

সদ্য পদোন্নতিপ্রাপ্ত চাঁদপুর পুলিশ সুপার জিহাদুল কবিরকে চাঁদপুর টাইমসের পক্ষ থেকে বিদায়ী শুভেচ্ছা ও সংবাদের আর্কাইভ উপহার প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত ১০ টায় চাঁদপুর টাইমস সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলসহ পরিবারের সদস্যবৃন্দ এতে অংশ নেয়।

এসময় তিনি চাঁদপুর টাইমসকে জেলার মুখপত্র হিসেবে উল্লেখ করে বলেন, পোর্টালটির পাঠকপ্রিয়তা চোখে পড়ার মতো। সংবাদমাধ্যম হিসেবে এটি ভালো করছে। এর মাধ্যমে চাঁদপুর জেলার মানুষ দ্রুত সংবাদ পেয়ে যাচ্ছে।

এর আগে চাঁদপুর টাইমসের পক্ষ থেকে পুলিশ সুপারকে চাঁদপুরের দায়িত্বকালীন বিভিন্ন সময়ে প্রকাশিত প্রতিবেদনের আর্কাইভকে বই আকারে এবং পদোন্নতি পাওয়ার সংবাদ ও জীবনকর্ম শীর্ষক একটি প্রতিবেদন বাঁধাই করে প্রদানের পাশাপাশি শুভেচ্ছা উপহার দেয়া হয়।

পুলিশ সুপারও চাঁদপুর টাইমস পরিবারের সদস্যদেরকে তার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করেন এবং চাঁদপুর টাইমসের সাফল্য কামনা করেন।
sp-jehadul-kabir...

এসময় সংবাদমাধ্যমটির নির্বাহী সম্পাদক দেলোয়ার হোসাইন, সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট কবির হোসেন মিজি ও সিনিয়র করেসপন্ডেন্ট শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন।

স্টাফ করেসপন্ডেন্ট, ৩ সেপ্টেম্বর ২০১৯