Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে রূপসা দক্ষিণ ইউনয়িন বিএনপির সম্মেলন ও কমিটি গঠন
soutn-rupsha-bnp

ফরিদগঞ্জে রূপসা দক্ষিণ ইউনয়িন বিএনপির সম্মেলন ও কমিটি গঠন

চাঁদপুরের ফরিদগঞ্জে ১৬নং রূপসা দক্ষিন ইউনিয়নের গৃদকালিন্দিয়া মোহাম্মাদীয়া কিন্ডার গার্টেন মাঠে বিএনপি’র সম্মেলন ও কমিটি গঠন করা হয়েছে।

ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন খাঁনের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজলো বিএনপি’র যুগ্ম আহবায়ক, সাবেক সাধারন সম্পাদক ও সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক আলহাজ্ব মোঃ আজিজুর রহমান আজিজ।

প্রধান অতিথি তার বক্তব্যে আলহাজ্ব মোঃ আজিজুর রহমান আজিজ বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কঠোর আন্দোলনের মাধ্যমে জিয়ার সৈনিকেরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অচিরেই মুক্ত করে আনবো ইনশাআল্লাহ্। সেই লক্ষে সাবেক এমপি লায়ন হারুন- অর রশিদের নেতৃত্বে দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী ও নেতাকর্মীদের উজ্জীবিত করার জন্য দলের ত্যাগী, পরীক্ষিত এবং যোগ্য নেতাদের মুল্যায়নের মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টি করা হবে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক জাকির হোসেন পাটওয়ারী, জাকির হোসেন ভিপি, সাবেক ভিপি শাহ্ আলম মুকুল, উপজলো বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক মজিবুর রহমান মজু মেম্বার, পৌর বিএনপি’র সাবেক সহ-সভাপতি শাহাবুদ্দিন বাবুল, সাবেক সাধারন সম্পাদক বিল্লাল হোসেন কোম্পানী, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক নাছির উদ্দিন পাটওয়ারী,

পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মজিবুর রহমান মজিব, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগা আহবায়ক ইকবাল পাটওয়ারী, পৌর বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহমেদ পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সেলিম মাহমুদ রাঢ়ী, সিনিয়র যুগ্ম আহবায়ক হারুন পাঠান, পৌর ছাত্রদলের আহবায়ক কামরুল ইসলাম পাটওয়ারী, উপজেলা শ্রমিক দলের সভাপতি আজিম খান প্রমুখ।

সম্মলেন শেষে, ৯টি ওয়ার্ড বিএনপি’র নেতৃবৃন্দের উপস্থিতিতে কণ্ঠ ভোটে বিল্লাল হোসেন খানকে সভাপতি, হারুনুর রশিদ জামালকে সিনিয়র সভাপতি, জাকির হোসেনকে সাধারণ সম্পাদক, কামরুজ্জামান দুলালকে সিনিয়র যুগ্ম সম্পাদক ও ইব্রাহীম খান মিলনকে সাংগঠনকি সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয়।

প্রতিবেদক : শিমুল হাছান, ১৩ অক্টোবর ২০১৯