একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের শান্তি প্রিয় মানুষ নীরব ভোট বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কে ক্ষমতায় নিয়ে আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১১ ডিসেম্বর) রাতে রিয়াদে স্হানীয় একটি কমিউনিটি সেন্টারে – প্রবাসী চাঁদপুর জেলা বিএনপি আয়োজিত নির্বাচনে “প্রবাসীদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভায় বক্তারা এই প্রত্যাশা করেন ।
সংগঠনের সভাপতি শরিফ হোসেন খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান কমল । বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, প্রধান উপদেষ্ঠা তাজুল ইসলাম গাজী ।
তারা বলেন, ভোট দেয়া মানুষের গণতান্ত্রিক অধিকার, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হলে সাধারন মানুষ সেই অধিকার প্রয়োগ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করবে । তাই, ৩০ ডিসেম্বর এর অপেক্ষায় দিন গুনছে দেশের জনগন ।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হানিফ মুন্সীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম বিলাস, বদর আস সামা মেডিকেলের ডিএমডি জাহাঙ্গীর আলম, মোস্তফা মুন্সী, সোহরাব হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, প্রবাসী ফরিদগন্জ উপজেলা বিএনপির সভাপতি মাসুদ রানা, সিনিয়র সহ-সভাপতি কামাল হোসেন মোল্লা, প্রবাসী হাজীগন্জ উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম পাটোওয়ারী, সাধারণ সম্পাদক কামাল হোসেন পাঠান, ফখরুল ইসলাম পাটোওয়ারী, প্রবাসী কচুয়া উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন, প্রবাসী শাহরাস্তি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন মিন্টু, সি এ খায়ের, মোশারফ হোসেন কিরন, রাজু পাটোওয়ারী সহ আরো অনেকে।
বক্তারা আরো বলেন, ভোটের দিন সকল জাতীয়তাবাদী শক্তির নেতা, কর্মী ও সমর্থককে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে ভোট রক্ষার জন্যও অপেক্ষা করতে হবে । তাহলেই ধানের শিষের প্রর্থীরা নির্বাচিত হতে পারবে এবং বিজয় মিছিল করা সম্ভব হবে । এই দিন আপনাদের ভুমিকা রাখতে হবে ।
২৬০ চাঁদপুর -১ (কচুয়া) সংসদীয় আসনে বিএনপি দলীয় প্রার্থী মোশারফ হোসেন, ২৬১ চাঁদপুর -২ (মতলব উত্তর ও দক্ষিণ ) সংসদীয় আসনে বিএনপি দলীয় প্রার্থী ড. জালাল উদ্দিন, ২৬২ চাঁদপুর -৩ (চাঁদপুর সদর ও হাইমচর) সংসদীয় আসনে বিএনপির দলীয় প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক, ২৬৩ চাঁদপুর -৪ (ফরিদগঞ্জ) সংসদীয় আসনে বিএনপি দলীয় প্রার্থী এম এ হান্নান, ২৬৪ চাঁদপুর-৫ (হাজীগঞ্জ শাহরাস্তি) সংসদীয় আসনে বিএনপির দলীয় প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ মমিনুল হক-কে প্রতীক ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিতের আহবান জানান প্রবাসী নেতৃবৃন্দ । বাংলাদেশ থেকে টেলিকন্ফারেন্সের মাধ্যমে ধানের শীষের জয় লাভের জন্য প্রার্থীরা প্রবাসীদের দোয়া কামনা করেন ।
প্রতিনিধি: সাগর চৌধুরী
১২ ডিসেম্বর,২০১৮