টানা ৯ বছর পর আবারও ঢাকার মাটিতে পা রাখলেন বলিউডের সুপারস্টার সঞ্জয় দত্ত। এর আগে ২০১০ সালে ভারতীয় একটি ব্যবসাপ্রতিষ্ঠানের বাংলাদেশে বাণিজ্য সম্প্রসারণ কর্মসূচির উদ্বোধনে তিনি ৫ ঘণ্টার জন্য ঢাকায় এসেছিলেন।
বৃহস্পতিবার(২৮ মার্চ) দুপুর নাগাদ তিনি একটি বিশেষ বিমানে ঢাকায় নামেন। এরপর বিকালে ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে আয়োজিত লোগো উন্মোচন অনুষ্ঠানটির উদ্বোধন করেন। আগামী ৩ এপ্রিল থেকে শুরু হবে তিন দিনের বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন-২০১৯।
জানা গেছে, বঙ্গবন্ধু কাপ গলফের লোগো উন্মোচনের জন্যই সঞ্জয় দত্তের এবারের সফর।
টুর্নামেন্টের ট্রফি উন্মোচন হবে আগামী ৩১ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টায়। ২২ দেশের সেরা গলফাররা এ টুর্নামেন্টে অংশ নেবেন।
ঢাকা সেনানিবাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এটিই প্রথম আন্তর্জাতিক গলফ টুর্নামেন্ট।
বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ গলফ ফেডারেশন। উদ্বোধন শেষে সন্ধ্যা ছয়টা নাগাদ ‘মুন্না ভাই’ খ্যাত এই তারকা কুর্মিটোলা গলফ ক্লাব থেকে বের হয়েছেন। তবে সঞ্জয় দত্ত কয়দিন ঢাকায় থাকবেন, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
বার্তা কক্ষ
২৮ মার্চ,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur