‘বঙ্গবন্ধু দর্শন ও সমবায় দিবস’ এ প্রতিপাদ্য বিষয়ে ফরিদগঞ্জে ৪৮ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। ২ নভেম্বর শনিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এ র্যালী বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা অডিটরিয়ামে আলেচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা নূরুল আবছারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. জাহিদুল ইসলাম রোমান।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, সাবেক ছাত্রনেতা ও তরুন সমাজ সেবক আকবর হোসেন মনির, হিমাচল সমবায় সমিতির ডা: মাহাবুব মোর্শেদ, চান্দ্রা শিক্ষিত বেকার সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির নুরু মিয়া শেখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফিরোজ আলম, আরিফ হোসেন বেপারী, যুবলীগ নেতা কাইউম গাজী, জসিম উদ্দিন পাটওয়ারী সহ প্রমুখ।
প্রতিবেদক : শিমুল হাছান, ২ নভেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur