জাতীয় সমবায় দিবস ২০১৯ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২ নভেম্বর শনিবার সকালে জেলা প্রশাসন ও চাঁদপুর সমবায় বিভাগের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ শওকত ওসমান। তিনি তার বক্তব্যে বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের একটি উন্নত স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করা। আর তা গড়তে হলে আমাদেরকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করতে হবে।
তিনি বলেন, আমরা যদি অভায়শ্রম শেষে বিভিন্ন এলাকায় কমিটি গঠন করি, যাদের মাধ্যমে জেলেরা তার নিজ নিজ এলাকায় মাছ শিকার করতে পারবেন, তাহলে অনেক শৃঙ্খলা ফিরে আসবে এবং তাদের মাধ্যমে সমবায় গঠন করা সম্ভব হবে।
তিনি আরো বলেন, সরকার সারাদেশে খাদ্য গ্রহন কর্মসূচি গ্রহণ করেছেন, সেই খাদ্য গ্রহণে আমরা প্রকৃত কৃষকদের নামের তালিকা করে তাদের কাছে খাদ্য সংগ্রহ করা হবে। সেটাকেও সমবায়ের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব। আমরা চাঁদপুরে সমবায়ের মাধ্যমে এমন কিছু উন্নত কাজ করতে যার বিশ্বরে কাছে আলোকিত হবে। সেজন্য বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে প্রত্যেকটি ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন সমবায় গঠন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এডিসি জেনারেল এস এম জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার) মোঃ আসাদুজ্জামান, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ।
চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চাঁদপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের সভাপতি আবু নঈম দুলাল পাটওয়ারীর সভাপতিত্বে ও উপজেলা সমবায় অফিসার দুলাল চন্দ্র দাস এবং জেলা সমবায় অফিসের পরিদর্শক মোতালেব খানের যৌথ পরিচালনায় অারো বক্তব্য রাখেন, চাঁদপুর সদর ইউসিসিএ লিমিটেডের সভাপতি শহীদুল্লাহ খান, চাঁদপুর সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিমিটেডের সভাপতি আহসান উল্ল্যাহ আখন্দ, বিশিষ্ট সমবায়ী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মিজি, চাঁদপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের পরিচালক মুরাদ হোসেন কান, চাঁদপুর সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিমিটেডের সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষ্মন চন্দ্র সূত্র ধর, শিক্ষিত বেকার কেন্দ্রীয় সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির সভাপতি জসিম উদ্দিন শেখ, চাঁদপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের সভাপতি ইকবাল আজম, যুবধারা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি জুলহাস মিয়া প্রমুখ।
আলোচনা সভার পূর্বে চাঁদপুর শহরে একটি বর্ণাঢ্য রেলি বের করা হয় এসময় চাঁদপুরের বিভিন্ন সমযবায়গন উপস্থিত ছিলেন।
প্রতিবেদক : কবির হোসেন মিজি, ২ নভেম্বর ২০১৯