কচুয়া

কচুয়ায় ফুল ও চরকী বিক্রিতেই চলে সোহেলের জীবন সংসার

চাঁদপুরের কচুয়ার বিভিন্ন গ্রামে গঞ্জে ফুল ও চরকি বিক্রি করে জীবন জীবিকা নির্বাহ করছেন সোহেল রানা। প্রতিনিয়ত কচুয়ার বিভিন্ন অঞ্চলে সকাল থেকে বিকাল পর্যন্ত ঘুরে ঘুরে প্রতিদিন প্রায় ১ হাজার থেকে ১২শ টাকা বিক্রি করে জীবন জীবিকা নির্বাহ করছেন।

সোহেল রানার নিজ গ্রামের বাড়ী নওগাঁ জেলার আত্রাই উপজেলার বাকা গ্রামে। তার বাবার নাম বাবুল মিয়া ।

তিনি প্রায় দীর্ঘ ১৫ বছর ধরে কচুয়াসহ সারাদেশে এসব ফুল ও চরকি বিক্রি করে আসছেন। মঙ্গলবার সকালে কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের হাট বাজারে ঘুরে ঘুরে বিক্রি করার সময় তার সাথে আলাপ হয়।

তিনি জানান, আমি ১৫বছর ধরে এ ব্যবসা করে আসছি। স্ত্রী ও চার মেয়ে নিয়ে আমার অভাবি সংসার। প্রতিদিন যা বিক্রি করে আয় করি তাতে করে আমার পরিবারের ভরন পোষন করা সম্ভব হচ্ছে না। অনেক কষ্টে জীবন যাপন করছি। ইচ্ছে থাকা সত্বেও পেশা বদল করে অন্য পেশায় যেতে পারছি না।

ক্ষুদে ব্যবসায়ী সোহলে রানা আরো জানান, পেটের তাগিদে বাংলাদেশের সব অঞ্চলে বছরের বিভিন্ন সময়ে আমি এ ব্যবসায় করে আসছি। এই ব্যবসার মুলধন প্রায় ১০হাজার টাকা। এ টাকা নিয়ে কোনো মতো ব্যবসা করে জীবন জীবিকা নির্বাহ করছি। আমার বাবা একজন কৃষক। অত্যন্ত দরিদ্র পরিবারের হওয়ায় আমি এ ব্যবসার পথ বেছে নিয়েছি। সরকারী কিংবা সকলের সহযোগিতা পেলে অন্য পেশায় গিয়ে ভালো থাকতে চাই।

প্রতিবেদক : জিসান আহমেদ নান্নু, ২৫ সেপ্টেম্বর ২০১৯

Share