Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / কাল ফরিদগঞ্জে আসছেন এমপি শফিকুর রহমান
Sofiqur rahman

কাল ফরিদগঞ্জে আসছেন এমপি শফিকুর রহমান

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, দেশের খ্যাতিমান সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান দু’দিনের সফরে আগামীকাল ফরিদগঞ্জ আসছেন।

শনিবার(১৬ মার্চ) সকালে তিনি ঢাকা থেকে চাঁদপুর হয়ে ফরিদগঞ্জ এসে পৌঁছবেন। দুপুর ১২টায় তিনি রূপসায় একটি ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

এরপর বালিথুবা পূর্ব ইউনিয়নের নিজ বাড়িতে অবস্থান করে দলীয় নেতা-কর্মী ও সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করবেন।

এছাড়া রোববার সকালে ফরিদগঞ্জ উপজেলা সদরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন মুহম্মদ শফিকুর রহমান এমপি।

ওইদিন বিকেল ৩টায় গাজীপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

এরপর বালিথুবা পূর্ব ইউনিয়নের নিজ বাড়িতে অবস্থান করে দলীয় নেতা-কর্মী ও সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করবেন। সোমবার সকালে ঢাকার উদ্দেশ্যে ফরিদগঞ্জ ত্যাগ করবেন তিনি।

প্রেস বিজ্ঞপ্তি