চাঁদপুর ফরিদগঞ্জে সুবিদপুর পূর্ব ইউনিয়নে নৌকা প্রতিকের বিজয় নিশ্চিত করার লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ ডিসেম্বর) সকালে বাসারা উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও ফরিদগঞ্জের নৌকার মনোনিত প্রার্থী প্রক্ষাত সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান।
তিনি বলেন,‘ফরিদগঞ্জে দুর্নীতি,মাদক,সন্ত্রাসীদের নির্মূল করতে শেখ হাসিনার মনোনিত প্রার্থীকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। অতিতের উন্নয়নের চিত্র কি ছিল আর বর্তমান সরকারের ১০ বছরের দৃশ্যমান উন্নয়নের চিত্র কি হয়েছে তা মমানুষের কাছে তুলে ধরতে হবে। নৌকার বিজয়কে সু-নিশ্চিত করে বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।’
ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাওঃ শরাফত উল্যার সভাপতিত্বে, জেলা যুবলীগের সদস্য জসিম উদ্দিনের পরিচালনায় , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ – কমিটির সহ-সম্পাদক মহিউদ্দিন খোকা, কেন্দ্রীয় আ’লীগের ত্রান ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য খাজে আহাম্মদ মজুমদার।
৪ নং সুবিদপুর ইউনিয় আ.লীগের সিনিয়র সহ-সভাপতি এস এম জসিম উদ্দিন আনসারী মিন্টু, ৩ নং সুবিদপুর ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক জাকির খান বাবু, সহ সভাপতি আব্দুল কাদের মোল্লা, সাবেক সভাপতি নজরুল ইসলাম পাটওয়ারী, সৌদি আরব হাইল কেন্দ্রীয় আ.লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল কাদের, মহিলা আ.লীগের সভাপতি কামরুন্নাহার রুজি, উপজেলা যুবলীগ নেতা বুলবুল আহাম্মদ, যুবলীগ নেতা জানিবুল হক জুৃয়েল, ইউনিয়ন যুবলীগের সভাপতি কাউছার পাটওয়ারী, সাধারন সম্পাদক হোসেন রাজা, সেচ্ছাসেবক লীগের সভাপতি কবির আহাম্মদ, সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি আনোয়ার আহাম্মেদ সাগর, সাধারন সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ।
প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়
১৪ ডিসেম্বর,২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur