হাজীগঞ্জ

হাজীগঞ্জে আত্মরক্ষার্থে বসতঘরে ৫০টি সাপ মারলেন স্কুলশিক্ষক

চাঁদপুরের হাজীগঞ্জে স্কুলশিক্ষকের বসতঘরে দু’দিনে ৫০টি সাপের বাচ্চা পাওয়া গেছে। আশংকা করা হচ্ছে ওই ঘরের মধ্যে আরো সাপের বাচ্চা রয়েছে। আত্মরক্ষার্থে বসতঘর থেকে বের হওয়ার এসব সাপ তিনি মেরে ফেলেন।

শুক্রবার (১৯ এপ্রিল) উপজেলার উপজেলার গন্ধর্ব্যপুর (উ:) ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের পুর্বপাড়া মিয়াজী বাড়ির মানিক মিজির ঘরে এ ঘটনা ঘটে।

মানিক মিজি জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

শুক্রবার সন্ধ্যায় ওই বাড়িতে গিয়ে মানিক মাস্টারের কথা হলে তিনি জানান, গত দুই দিন থেকে তার ঘরের বিল্ডিং এর ফাঁক দিয়ে ছোট ছোট সাপের বাচ্চা বের হতে শুরু করে।

তখন তার পরিবারের সদস্যরা আতংকিত হয়ে পড়ে। তিনি নিজেই সে গুলো মারতে শুরু করে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৪৭ টির ও বেশি সাপের বাচ্চা মারেন। তবে এ গুলো কি জাতের অথবা কি সাপ তা তিনি নিশ্চত করতে পারেননি।

স্থানিয় বাসিন্দা জামাল হোসেন ও মনির হোসেন জানান, সাপগুলো মারার পর আশপাশের মানুষ দেখতে ছুটে যায়। অনেকে আতংকিত হয়ে পড়েন।

প্রতিবেদক- মনিরুজ্জামান বাবলু
১৯ এপ্রিল ২০১৯

Share