চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বিষধর সাপের দংশনে সামির হোসেন(১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জুন) দিবাগত রাতে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সে উপজেলার টামটা উত্তর ইউনিয়নের চেঙ্গাছাল পাটোয়ারী বাড়ির মো. আমির হোসেনের ছোট ছেলে। সামির চেঙ্গাছাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর ছাত্র।
পরিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে ঘরের পাশেই অন্যান্য সহপাঠীদের সাথে খেলা করছিলো সামির। খেলার মাঝেই আনুমানিক সকাল ০৯ টার সময় তার ডান পায়ের গোড়ালিতে কিছু একটা কামড় দিয়েছে টের পায়। কিন্তু আশেপাশে সে কিছু দেখতে পায়নি বলে খুব একটা গুরুত্ব না দিয়ে আবারও খেলায় নিমজ্জিত হয়ে পড়ে। এদিকে খেলায় খেলায় সময় অতিবাহিত হয়।
পরে ঘটনার দিন বিকেলে সাপের দংশনের বিষ স্থানীয় ওজা/কবিরাজ দিয়ে নামিয়ে আনে তার মা। ভালো হয়ে যাবে ভেবে বিষয়টিকে আর বেশি গুরুত্ব দেয়নি তার পরিবার। অবস্থা গুরুতর হলে রাতে হাসোতালে নেয় হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেদক- মনিরুজ্জামান বাবলু
২৫ জুন ২০১৯