চাঁদপুরে ডিবি পুলিশের অভিযানে এক হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা এলাকার আলআমিন ফার্নিচারের পাশে মোটরসাইকলে থাকা একা হাজার পিস ইয়াবাসহ মো. জাকির হোসেন খান (৫২) কে আটক করা হয়।
সে ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা খানবাড়ীর মৃত সামছুল হক খানের ছেলে।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মামুন সরকার জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জের বালিথুবা এলাকায় অভিযান পরিচালনা করি। ওই সময় জাকির হোসেনের সাথে থাকা মোটরসাইকেলের টুল বক্সের ভিতরে নিল পলিথিনে মোড়ানো এক হাজার পিস ইয়ার সন্ধান পাই।
তিনি আরো জানান, আটক জাকির হোসেনর বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রতিবেদক- শরীফুল ইসলাম, ২৯ আগস্ট ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur