Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / মাদকসেবী ও বিক্রেতাদের নিয়ে চাঁদপুর মডেল থানার ইফতার মাহফিল!
smuggler-and-smuggling-alarmsmuggler-and-smuggling-alarm

মাদকসেবী ও বিক্রেতাদের নিয়ে চাঁদপুর মডেল থানার ইফতার মাহফিল!

আত্বসমর্পণকারী মাদক সেবন ও বিক্রেতাদের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে চাঁদপুর মডেল থানা ও কমিউনিটি পুলিশ। বুধবার (৮ মে) চাঁদপুর পৌর ৮ নং ওয়ার্ড কুলি বাগান এলাকায় এ ব্যতিক্রম আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন,সমাজের নিকৃষ্ট কাজ হচ্ছে মাদক বিক্রি। মাদকের সাথে যারা সম্পৃক্ত তাদের কোন পরিচয় নেই। এরা সমাজে অভিশপ্ত হিসেবে বেড়ে উঠে। অত্র এলাকাটি অন্য দশটি এলাকা থেকে ভিন্ন। এই এলাকায় প্রশাসনের কোন গাড়ি ঢুকতে পারেনা। এখানে সাধারণ মানুষের চলাচল নেই। আর এই পরিবেশই মাদককে জন্ম দেয়। যারা নিজের ভুল বুঝতে পেড়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন তাদেরকে সাধুবাদ জানাই। পিছনের দিক ভুলে গিয়ে আরো ৮/১০ জন মানুষের মতো চলাফেরা করুন। সমাজে আজ কর্মের কোন অভাব নেই। কায়িক পরিশ্রম করুন।সমাজে মাথা উঁচু করে বাস করুন। প্রতিরোধ করুন মাদকের সাথে জড়িতদের । ধরিয়ে দিন তাদের।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার্স ইনচার্জ (তদন্ত) হারুন উর রশীদ, অফিসার্স ইনচার্জ (কমিউনিটি পুলিশ) আব্দুর রব,৮ নং ওয়ার্ড কাউন্সিলর নাছির চোকদার, মহিলা কাউন্সিলর ফরিদা ইলিয়াছ।

অনুষ্ঠান পরিচালনা করেন কমিউনিটি পুলিশ অঞ্চল ৫ এর সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।

করেসপন্ডেন্ট
৮ মে ২০১৯