লাইফস্টাইল

ধুমপানের কারণে চিরতরে হারাতে পারেন দৃষ্টিশক্তি!

দীর্ঘদিন ধরে সিগারেট বা তামাক জাতীয় দ্রব্যের নেশা করলে চোখে ছানি পড়ার পাশাপাশি চিরতরে হারাতে পারেন দৃষ্টিশক্তি। এমনটাই জানিয়েছেন ভারতের দিল্লির এইমস হাসপাতালের চিকিৎসকরা।

চিকিৎসকরা বলছেন, এতে চোখের স্নায়ুর ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে অন্ধত্ব অস্বাভাবিক কিছু নয়। যেখানে বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসা করেও দৃষ্টিশক্তি আর ফেরানো যায় না।

চিকিৎসকরা বলছেন, দীর্ঘদিন ধরে যারা বিড়ি বা সিগারেট খান বা তামাক জাতীয় দ্রব্যের নেশা করেন, তাদের চোখে ছানি পড়ার আশঙ্কা অনেকটাই বেশি। এমনকি ৫-১০ বছর বা তার বেশি ধরে যারা ধূমপান করছেন বা তামাকজাত দ্রব্য চিবোচ্ছেন, তাদের চোখের স্নায়ুর ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে অন্ধত্ব অস্বাভাবিক কিছু নয়। দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কাও আছে বলে জানিয়েছে চিকিৎসকরা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ‘এখন পর্যন্ত দিল্লির এইমস হাসপাতালে যতজন দৃষ্টিশক্তিহীন রোগী এসেছেন, তাদের পাঁচ শতাংশ তামাকের কারণেই দৃষ্টিশক্তি হারিয়েছেন।’

বার্তা কক্ষ
২৪ ফেব্রুয়ারি,.২০১৯

Share