চাঁদপুর সদর

সফরমালী উবি’র এসএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায়

চাঁদপুর সদরের উত্তরে সফরমালী উচ্চ বিদ্যালয়ে ্এএসসি পরীক্ষার্থী ২০১৯ এর মিলাদ ও দোয়া অনুষ্ঠান সোমবার ( ২৮ জানুয়ারি ) বেলা ১১ টায় সফরমালী উচ্চ বিদ্যালয জামে মসজিদে ও বিদায়ী আলোচনা সভা মরহুম হারুন অর রশিদ খান অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন প্রধানশিক্ষক মো.আবুল কাসেম। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সদস্য আবদুল আজিজ খান ও মোনাজাত ও দোয়া পরিচালনা মাও.মো.ইদ্রিস খান ।

সহকারী শিক্ষক আবদুল গনি’র পরিচালনায় বক্তব্য দেন খেরুদিয়া দেলোয়ার হোসেন হাই স্কুল ও কলেজের অধ্যক্ষ মেজবাহ উদ্দিন , সহকারী প্রধানশিক্ষক মো.হাসান আলী খান , সাবেক সহকারী প্রধানশিক্ষক স্বপন চন্দ্র সুত্রধর, অভিভাবক সদস্য মো.শামীম হোসেন হাওলাদার, সাবেক অভিভাবক সদস্য মো.মিজানুর রহমান গাজী ও ছাত্রনেতা ওমর ফারুক প্রমুখ ।

পবিত্র কোরআন থেকে তেলায়েত করেন পরীক্ষার্থী মইনউদ্দিন ও গীতা পাঠ করেন জয়ারাণী দাস । মানপত্র পাঠ করেন মো. রেজাউল করীম ও মো. জাকারিয়া খান।

অনুষ্ঠান শেষে খেরুদিয়া দেলোয়ার হোসেন হাই স্কুল ও কলেজের পক্ষে ও সফরমালী উচ্চ বিদ্যালয়ের পক্ষে এএসসি পরীক্ষার্থী ২০১৯ মধ্যে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০১৯

Share